শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২০, ০২:১৭ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি কাপে সবচেয়ে বেশি খরচ খুলনার, কম খরচ রাজশাহীর

রাহুল রাজ: [২] শেষ হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ারস ড্রাফট। বৃহস্পতিবার ১২ নভেম্বর ঢাকার একটি হোটেলে এই ড্রাফট হয়। এ, বি, সি, ডি, এই চারটি ক্যাটাগরিতে মোট ১৫৭ জন ক্রিকেটার থেকে ৮০ জনকে বেছে নিয়েছে পাঁচটি দল- ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল। যেখানে সবচেয়ে বেশি মূল্য খরচ করেছে খুলনা এবং কম খরুচে ছিল রাজশাহী।
- বিসিবি

[৩] জেমকন খুলনা ‘এ’ গ্রেডে থাকা পাঁচ তারকা ক্রিকেটারদের দুইজনকেই দলে ভিড়িয়েছে। যার কারণে বেশি খরচ হয়েছে দলটির। ১৫ লাখ মূল্যের একইসাথে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে দলভুক্ত করে দলট। এছাড়া দলে ‘বি’ গ্রেডের ৩ জন, ‘সি’ গ্রেডের ৫ জন এবং ‘ডি’ গ্রেডের ৬ জন ক্রিকেটার রয়েছে এই দলে। ১৬ জন ক্রিকেটারের জন্য তাদের মোট খরচ হয়েছে ১ কোটি ১৪ লাখ টাকা।

[৪] পারিশ্রমিকে খুলনার পর যৌথভাবে সবচেয়ে দামি দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও ফরচুন বরিশাল। এই দুই দল পারিশ্রমিকের পেছনে খরচ করবে এক কোটি ১৩ লাখ টাকা। গাজী গ্রুপ চট্টগ্রাম ‘এ’ গ্রেড থেকে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। ‘বি’ গ্রেড থেকে দলটিতে আছেন ৬ জন খেলোয়াড়। এছাড়া ‘সি’ এবং ‘ডি’ গ্রেড থেকে যথাক্রমে ১ জন ও ৮ জন খেলোয়াড় রয়েছেন।

[৫] এছাড়া ফরচুন বরিশাল ‘এ’ গ্রেড থেকে নিয়েছে তামিম ইকবালকে। দলটিতে ‘বি’ গ্রেডের ৫ জন, ‘সি’ গ্রেডের ৫ জন এবং ‘ডি’ গ্রেডের ৬ জন খেলোয়াড় রয়েছেন। এরপর বেক্সিমকো ঢাকা মোট খরচ করে ১ কোটি ৩ লাখ টাকা।

[৬] ‘এ’ গ্রেড থেকে শুরুতেই দলে ভেড়ায় মুশফিকুর রহিমকে। ‘বি’ গ্রেডের মাত্র ৩ জন খেলোয়াড় আছেন দলটিতে। এছাড়া ‘সি’ গ্রেডের ৫ জন এবং ‘ডি’ গ্রেডের ৭ জন খেলোয়াড় আছে দলটিতে ।

[৭] আর মিনিস্টার গ্রুপ রাজশাহী ১ কোটি ২ লাখ টাকা সবচেয়ে কম খরুচে দল গঠন করেন। যেখানে ‘এ’ গ্রেডের কোনো ক্রিকেটার নেই। দলটিতে ‘বি’ গ্রেডের ৪ জন, ‘সি’ গ্রেডের ৭ জন এবং ‘ডি’ গ্রেডের ৫ জন ক্রিকেটার রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়