শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের ডিসি-এনডিসি

নূর মোহাম্মদ: [২] এক বিচারপতি ও তার পরিবারের সদস্যদের অবহিত না করেই কিশোরগঞ্জ সার্কিট হাউজ থেকে তাদের কক্ষ মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবকে দেওয়ার ঘটনায় তারা ক্ষমা চান। পরে ওই ঘটনায় আদালত অবমাননার বিষয়ে জারি করা রুলের আদেশের জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়। একইসঙ্গে আদালত তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন।

[৩] বৃহস্পতিবার বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বিচারপতি তার পরিবারসহ কিশোরগঞ্জের ইটনায় সফরে গিয়ে গত ২৯ অক্টোবর সার্কিট হাউজে ওঠেন। ৩০ অক্টোবর সন্ধ্যায় তাদের সার্কিট হাউজ ছেড়ে আসার কথা ছিল। কিন্তু এর আগেই তার জন্য বরাদ্দ দেওয়া একটি কক্ষ খালি করে সেখানে অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামকে দেওয়া হয়। এ কারণে বিচারপতির জিনিসপত্র সরিয়ে অন্য কক্ষে রাখা হয়। এসময় বিচারপতি ও তার পরিবারের কেউই সেখানে ছিলেন না।

[৪] পরে ওই বিচারপতি ঢাকায় ফিরে ১ নভেম্বর তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন। সেইসঙ্গে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারোয়ার মোর্শেদ এবং এনডিসি মাহমুদুল হাসানকে তলব করেন। এছাড়া আদালত অবমাননার দায়ে সারওয়ার মার্শেদ চৌধুরী, শেখ রফিকুল ইসলাম এবং মাহমুদুল হাসানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা ৭ দিনের মধ্যে জানাতে বলা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়