শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় হাতের কব্জি বিচ্ছিন্ন সেই শ্রমিকলীগ নেতার মৃত্যু

উত্তম কুমার: [২] দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জালড়ে পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় হাত কেটে নেওয়া আহত শ্রমিকলীগ নেতা জুয়েল প্যাদার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঢাকার মহাখালী এলাকার আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৩] বিষয়টি নিহত জুয়েল প্যাদার ভাই স্থানীয় ইউপি সদস্য খোকন প্যাদা নিশ্চিত করেছে। নিহত জুয়েল টিয়াখালী ইউনিয়নের ফারুক প্যাদার ছেলে এবং সে উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ছিলেন।

[৪] জানা গেছে, এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪ নভেম্বর রাতে একদল সন্ত্রাসীরা তাকে এলাপাথাড়ি কুপিয়ে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। এসময় তার শরীরের বিভিন্ন অংশ ক্ষত-বিক্ষত করে ফেলে।

[৫] এ ঘটনায় ৫ নভেম্বর নিহত জুয়েল প্যাদার পিতা মো.ফারুক প্যাদা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত বসির চৌকিদার , সোহেল হাওলাদার নামে দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

[৬] কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.আসাদুর রহমান জানান, জুয়েলের মৃত্যুর খবর শুনে তার ভাই স্থানীয় ইউপি সদস্য খোকন প্যাদার সাথে কথা বলেছি। বর্তমানে তার সাথে রয়েছে। তবে মামলার অন্য আসামিদের গ্রেফতারে প্রতিদিনই অভিযান অব্যাহত রেখেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়