শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ১১:৫৯ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেপালের বিপক্ষে ২৩ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: [২] আগামীকাল শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ জেমি ডে। তবে আশ্চর্য্যজনকভাবে সেই ম্যাচের একাদশে রাখা হয়নি গোলরক্ষক আশরাফুল রানাকে।

[৩] আগামীকাল শুক্রবার ১৩ নভেম্বর বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ ২০২০’র প্রথম ম্যাচ।

[৪] পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। প্রথম ম্যাচটির জন্য আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর দল ঘোষণা করা হয়েছে। ইনজুরির কারণে মতিন মিয়া, মাসুক মিয়া জনি, তারিক কাজী, মামুনুল ইসলাম ও আরিফুর রহমানের জায়গা হয়নি স্কোয়াডে। যেখানে জায়গা হয়নি আশরাফুল রানার। প্রধান কোচ জানান অন্যদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত। সুযোগ পেয়েছেন শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকু। প্রাথমিক ক্যাম্পে চার গোলরক্ষক ছিলেন আশরাফুল রানা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকু ও পাপ্পু হোসেন।

[৫] অন্যদের সুযোগ দেওয়ার কথা বলা হলেও, শহীদুল আলমকে রাখা হয়েছে। যাকে ঘিরে কিনা বিতর্ক রয়েছে। এছাড়া নেপালের বিপক্ষে ব্যর্থতার গল্পও রয়েছে শহীদুলের। আবাহনীর এই গোলরক্ষকের হাস্যকর ভুলে ২০১৮ সালের সাফে বাংলাদেশকে গোল হজম করতে হয়েছিল।

[৬] প্রথম ম্যাচের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড
আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, রিয়াদুল হাসান, জামাল ভূইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদউদ্দিন, নাবীব নেওয়াজ জীবন, এম এস বাবলু ও সুমন রেজা। - বাফুফে

  • সর্বশেষ
  • জনপ্রিয়