শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জ-১ আসনে ভোট গ্রহণ সম্পন্ন

সোহাগ হাসান:[২] বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

[৩] এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। সকাল থেকে বেলা ৩টা নাগাদ ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

[৪] ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল পৌনে ৯টায় কাজিপুর পৌরএলাকার বেড়িপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় তার ভোট প্রয়োগ করেন। অপরদিকে, বিএনপি প্রার্থী সেলিম রেজা সকাল ১১টায় চালিতাডাঙ্গা ইউনিয়নের বেগম বশিরুন্নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রয়োগ করেন।

[৫] বাগবাটী ইউনিয়নের পিপুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আনোয়ার হোসেন দিকে জানান, তার কেন্দ্রে মোট ভোটার ২হাজার ৮২৯জন। ইতিমধ্যে ৬০ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

[৬] ছোনগাছা ইউনিয়নের বালীঘুঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার সরোয়ার হোসেন জানান, তার কেন্দ্রে ৪০ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট কাষ্টিং আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

[৭] বহুলী ইউনিয়নের ডুমুর ইছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা বৃদ্ধা জহুরা বেগম(৭০) জানান, ভোট দিতে কোন অসুবিধা হয়নি। জীবনের প্রথক ইভিএমে ভোট দিতে পেরে দারুন খুশি তিনি।

[৮] একই ইউনিয়নের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার শামছুল হক(৫১) জানান, মাত্র ২ মিনিটের মধ্যে ভোট প্রয়োগ করতে পেরেছি। কোনো সমস্যা হয়নি। এদিকে, অন্যসময় নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলেও এ নির্বাচনে তা হয়নি। কেবল নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ভোটের সময় বন্ধ রয়েছে। এছাড়া, যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

[৯] এ আসনে আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাজিপুর উপজেলার একটি পৌরসভা, ১২টি ইউনিয়ন ও সদরের ৫টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ-১ নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৭৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ১লক্ষ ৮৪হাজার ১৪৯জন এবং পুরুষ ভোটার ১,৮০,৬১৫। মোট ১৭১টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৩ জুন মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে শতভাগ ভোট ইভিএমে নেয়া হচ্ছে।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়