শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ১১:৩৭ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীক্ষা গ্রহণের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

নুর হাছান: [২] স্নাতক চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের (৪৫ ব্যাচ) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিষ্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

[৩] এসময় লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলেও এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

[৪] ফলে অনিশ্চিয়তার মধ্যে পড়েছে জাবির হাজার হাজার শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে দুরাবস্থার মধ্যে রয়েছে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। শুধু ফাইনাল পরীক্ষা না হওয়ায় দুই বছরের সেশন জটে পড়েছে তারা। বিভিন্ন জায়গায় নিয়োগ সার্কুলার হচ্ছে কিন্তু চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা না হওয়ায় তারা কোথাও আবেদন করতে পারছে না। তাই আমরা চাই অনতিবিলম্বে চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা নেয়া হোক।

[৫] দর্শন বিভাগের জিএস রিয়াজুল ইসলাম রিহান বলেন, দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশন জটের কবলে পড়েছে জাবির হাজারো শিক্ষার্থী। কিন্তু কিভাবে এই জট দূর করা যাবে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো পরিকল্পনা নেই। শপিং মল, সিনেমা হল, গণপরিবহন সবখানে মানুষ অবাধে চলাচল করতে পারলেও শুধু পরীক্ষা নেয়ার বেলায় করোনা আতঙ্ক দেখানো হচ্ছে। তাহলে কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণপরিবহনের যাত্রীদের চেয়েও কম স্বাস্থ্য সচেতন?

[৬] মানববন্ধনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে দাবি পূরণের জন্য আগামী ১৯ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়। এর মধ্যে পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত না নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়