শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ মোকাবেলায় কৃষিতে ২১ টি ব্যাংকে সাড়ে ৫১ কোটি টাকার প্রণোদনা ঋণ বিতরণ

মঈন উদ্দীন: [২]  সহজ শর্তে মাত্র ৪ শতাংশ সুদে বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন তহবিল থেকে কৃষকদের জন্য এই প্রণোদনার অর্থ বিতরণ রাজশাহীসহ সারাদেশে অব্যাহত রয়েছে।

[৩] জানা গেছে, রাজশাহী জেলায় করোনায় ক্ষতিগ্রস্ত (সেপ্টেম্বর ৩০) পর্যন্ত নতুন গ্রাহকের মাঝে ঋণ বিতরণের পরিমান ৩৫ কোটি ৯৯ লাখ ৫২ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত গ্রাহক যারা ইতোমধ্যে ব্যাংক ঋণ গ্রহণ করেছিল এরকম গ্রাহকের মাঝে বিতরণকৃত ঋণের পরিমান ১ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার টাকা। সব মিলিয়ে ৫১ কোটি ৪৮ লাখ ১৬ হাজার টাকা। এ প্যাকেজের আওতায় মোট বরাদ্দকৃত অর্থের পরিমান ৭৩ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা।

[৪] কৃষি প্রণোদনার ঘোষিত পাঁচ হাজার কোটি টাকা বিতরণে এপ্রিল মাসে ৪৩টি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। তবে সবকিছু গুছিয়ে আনতে সময় লাগার কারণে ঋণ বিতরণে বিলম্ব হয়। কৃষি বাঁচাতে প্রণোদনার এই অর্থ বিতরণে কয়েকটি ব্যাংকের গভর্নরকে কেন্দ্রিয় ব্যাংক চাপ প্রয়োগ করেছিল বলে জানা গেছে। তবে রাজশাহীর মোট ৪২টি ব্যাংকের মধ্যে কর্মসংস্থান ব্যাংক আলাদাভাবে ঋণ বিতরণ করবে। এছাড়া ৪১টি ব্যাংকের মধ্যে ১৯ টি ব্যাংক এখন পর্যন্ত এক টাকাও বিতরণ করেনি। বাঁকি ব্যাংকগুলো এই পাঁচ মাসে ৫১ কোটি ৪৮ লাখ ১৬ হাজার টাকা প্রণোদনা ঋণ বিতরণ করেছে। গত সেপ্টেম্বর মাসেই বিতরণকৃত ঋণের পরিমান ৩ কোটি ৮০ লাখ ৪ হাজার টাকা।

[৫] করোনা মহামারী শুরু হলে কৃষি খাতের জন্য ১২ এপ্রিল ডেইরি ফার্ম, পোলট্রি ফার্ম, মৌসুমি ফল-ফুল ও মৎস্য খাতে চলতি মূলধন সরবরাহের লক্ষ্যে পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তহবিল থেকে সহজ শর্তে মাত্র ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন কৃষক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়