শিরোনাম

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনা মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

অহিদ মুকুল: [২] নোয়াখালীতে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে একযোগে জেলা সদরসহ ৯ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ কার্যক্রম শুরু করা হয়। এসময় জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখারসহ ঊধর্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

[৪] জেলা প্রশাসক খোরশেদ আলম খান জানান, জেলা সদরে ১৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পাশাপাশি উপজেলা পর্যায়ে ৯ জন উপজেলা নির্বাহী অফিসার ও ৯ জন সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক পরিধান না কারার দায়ে দোকানদার, পথচারী ও গাড়ির চালক ও যাত্রীদের জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকটি দোকান বিভিন্ন মেয়াদে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে।

[৫] এসময় জনসাধারণের মাঝে প্রায় ৮০ হাজার মাস্ক বিতরণ করা হবে। এদিকে, মাস্ক পরিধানে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে কিশোর তরুণদের একটি সংগঠন জেলা সদরে মানববন্ধন ও মাস্ক বিতরণ করে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়