শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভোটের পর হু হু করে বাড়ছে করোনা রোগী

ডেস্ক রিপোর্ট: মার্কিন নির্বাচনের মাঝেও দেশটিতে করোনাভাইরাসের প্রভাব ছিল ব্যাপক। নির্বাচন শেষ হওয়ার পরও তা বিদ্যমান। প্রতিদিন মরণব্যাধী এই ভাইরাসে সংক্রমণ বাড়ছে হু হু করে। মহামারির দ্বিতীয় ঢেউ শুরু না হতেই দেশটিতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৭ লাখ ৮ হাজার আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৩৯৭ জনের।দৈনিক আমাদের সময়

আজ বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ লাখ ৪২ হাজার ৮০৮ জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৪৭৮ জন। এর আগে গতকাল বুধবার দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৮৫৫ জন। মৃত্যু সংখ্যা ছিল ১ হাজার ৪৪৮ জন।

যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ ২ লাখ স্পর্শ করতে পারে বলে ধারণা করছেন জো বাইডেনের উপদেষ্টা বোর্ডের সদস্য এপিডেমিওলজিস্ট মাইকেল অস্টারহোম। দেশবাসীকে সতর্ক করে তিনি বলেন, ‘প্রস্তুত থাকুন। আমরা দৈনিক সংক্রমণ ২ লাখ বা তার বেশি স্পর্শ করতে যাচ্ছি। হাসপাতালগুলোতে আমাদের প্রস্তুতি নিতে হবে।’

মার্কিন বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ২০ হাজার রোগী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে মরণব্যাধী এই ভাইরাসের সঙ্গে লড়াই করছেন তারা। শরীরে কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না তাদের। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রাষ্ট্রের বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি আছেন ১৯ হাজার ৬৩ জন করোনা রোগী। তাদের শরীরে উপসর্গগুলো কমছে না। কেউ দুর্বল হয়ে পড়ছেন। কারও শরীরে ওষুধ কাজ করছে না।

এদিকে বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর পর প্রথমবারের মতো একদিনে ১০ হাজারের বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটেছে। পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী গতকাল বুধবার বিশ্বব্যাপী ১০ হাজার ১৮৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা ১২ লাখ ৮৯ হাজারের বেশি। আর এ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় সোয়া ৫ কোটি মানুষ।

গতকাল বুধবার ৬ লাখের বেশি মানুষের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে চারবার একদিনে ৬ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল গত মঙ্গলবার, এদিন বিশ্বব্যাপী ৯ হাজার ৩০০ মানুষ মারা যান।

গতকাল দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র। এদিন প্রায় ১ হাজার ৪০০ মানুষ মারা যান, যার ফলে দেশটিতে মোট প্রাণহানীর সংখ্যা ২ লাখ ৪৭ হাজারের বেশি। এছাড়া নতুন করে ১ লাখ ৩৭ হাজার মার্কিনির দেহে এদিন করোনার উপস্থিতি মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছ ১ কোটি ৭ লাখের বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়