শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০৭:৩২ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংস্কৃতিকর্মী খুনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষুদ্ধ সংস্কৃতি সমাজের মিছিল-সমাবেশ

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়ার প্রতিভাবান তরুন কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে এক শোক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ-ব্রাহ্মণবাড়িয়াা আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক টিএ রোড প্রদক্ষিণ শেষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এসে শেষ হয়। পরে এখানে একটি প্রতিবাদ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৩] প্রতিবাদ সভায় বক্তাগণ তরুন কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তননের নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, কবি-সাহিত্যিক, সংস্কৃতিকর্মীরা সমাজের ভালোর পক্ষে, ন্যায়ের পক্ষে, সুন্দরের পক্ষে, কল্যাণ এর পক্ষে কাজ করেন। কবিরা দেশ এবং জাতিকে আলোর পথ দেখান। তাই কবি হত্যা করা, কবির কণ্ঠরোধ করা মানে দেশের আলোকে নিভিয়ে দেয়া। দেশের কল্যাণের পথকে রুদ্ধ করে দেয়া। বক্তরা মোনাব্বির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করে জোড় দাবি জানান। প্রয়োজনে অন্দোলন কর্মসূচিকে আরো জোরদার করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন বক্তাগণ।

[৪] উল্লেখ, গত ৯ নভেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের বেধড়ক আঘাতে খুন করা হয় তরুন কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তননকে। সে আলিয়ারা গ্রামের সৈয়দ বাড়ির মৃত সৈয়দ শিব্বির আহমেদ এর বড় ছেলে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়