শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ার চাতলাপুর চা বাগান থেকে র‌্যাবের অভিযানে ৯ জুয়াড়ি আটক

স্বপন দেব: [২] র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের আকস্মিত অভিযানে জুয়া খেলার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে। গত মঙ্গলবার (১০নভেম্বর) রাত সাড়ে ৯টায় শরীফপুর ইউয়িনের চাতলাপুর চা বাগান ফুটবল মাঠ এলাকায় এ অভিযান চলে।

[৩] র‌্যাব-৯, সিলেট, এর মিডিয়া অফিসার এএসপি এ কে এম কামরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্বে অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করা হয়।

[৪] আটককৃত জুয়াড়িরা হলো- চাতলাপুর চা বাগানের গোপাল গোয়ালা (৩৬), অধীর শর্ম্মা (৬৩), বুধু বাউরী (৪৬), লক্ষী নারায়ন তাঁতী (৪৮), কুলাউড়া উপজেলার সাদেক মিয়া (২০), কমলগঞ্জ উপজেলার মো: জুয়েল (৪২), ছাতির আলী (২৭), সুবিনয় পাল (২৩) ও শহিদুল ইসলাম (৩০)।

[৫] জুয়াড়িদের আটককালে জুয়ায় ব্যবহৃত সরঞ্জামসহ ১০টি মুঠোফোন, ১৫টি সিম কার্ড ও নগদ ১৪ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।

[৬] র‌্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে মামলা দিয়ে জব্দকৃত আলামতসহ ধৃত আসামীদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়