শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০৪:৫৪ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষুদ্রতম রাষ্ট্র অ্যান্ডোরার বিরুদ্ধে পর্তুগালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক : [২] অভিষেকে জালের দেখা পেলেন পেদ্রো নেতো ও পাওলিনিয়ো। বদলি নেমে গোল করলেন ও করালেন ক্রিস্তিয়ানো রোনালদো। ক্ষুদ্রতম রাষ্ট্র অ্যান্ডোরাকে উড়িয়ে উয়েফা নেশন্স লিগের প্রস্তুতি সারলো পর্তুগাল।

[৩] নিজেদের মাঠে বুধবার (১১ নভেম্বর) রাতে প্রীতি ম্যাচটি ৭-০ গোলে জিতেছে কোচ ফের্নান্দো সান্তোসের দল। জোড়া গোল করেন পাওলিনিয়ো। একটি করে গোল করেন রোনালদো, নেতো, রেনাতো সানচেস ও জোয়াও ফেলিক্স।

[৪] ম্যাচের শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা পর্তুগাল প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায়। অষ্টম মিনিটে ছয় গজ বক্সের সামনে থেকে নেতো জোরালো শটে বল জালে পাঠানোর পর ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাওলিনিয়ো।

[৫] বিরতির আগে গোল হতে পারতো আরও। কিন্তু দারুণ কয়েকটি সেভ করে ব্যবধান বাড়তে দেননি সফরকারী গোলরক্ষক। জুভেন্টাসের সবশেষ ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়া রোনালদোকে দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামান কোচ। ৫৬তম মিনিটে রোনালদোর পাস থেকেই স্কোরলাইন ৩-০ করেন সানচেস।

[৬] এর পাঁচ মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান পাওলিনিয়ো। ৭৬তম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে বড় জয়ের পথে এগিয়ে যায় পর্তুগাল।

[৭] ৮৫তম মিনিটে জালের দেখা পান রোনালদো। সতীর্থের ক্রসে খুব কাছ থেকে হেডে জাতীয় দলের হয়ে ১০২ নম্বর গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। আর নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে শেষ গোলটি করেন আরেক বদলি খেলোয়াড় ফেলিক্স। - বিডিনিউজ /লিসবন টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়