শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাগজের মুদ্রায় রাজধানীর ১০ বিখ্যাত স্থাপত্য রয়েছে : মুনতাসীর মামুন

দেবদুলাল মুন্না:[২] এতথ্য জানান ইতিহাসবিদ মুনতাসীর মামুন। তিনি বলেন, বাংলাদেশের প্রথম কাগজের মুদ্রা টাকার বুকে আঁকা হয়েছে নবীন এ দেশের মানচিত্র। এরপর দীর্ঘ সময় ধরে ঢাকা ঘুরে ফিরে এসেছে টাকায়। টাকার মধ্যে যে দশটি উল্লেখযোগ্য স্থাপনা স্থান পেয়েছে সেগুলো হলো, তারা মসজিদ, সুপ্রিম কোটর্, লালবাগ কেল্লা, লালবাগ কেল্লা মসজিদ, সাত গম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, বায়তুল মোকাররম মসজিদ, শহীদ মিনার, কার্জন হল, জাতীয় জাদুঘর।

[৩] তিনি জানান, পুরান ঢাকার আরমানিটোলায় অবস্থিত তারা মসজিদ অষ্টাদশ শতকের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। সপ্তদশ শতকে দিল্লি, আগ্রা ও লাহোরে নির্মিত মোগল স্থাপত্য শৈলী অনুসারে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। প্রথম থেকেই মসজিদটির সাদা মার্বেল পাথরের গম্বুজ ছিল নীল রঙের তারার নকশাযুক্ত। সেই থেকে মসজিদটি ‘তারা মসজিদ’ নামে পরিচিত হয়ে ওঠে।

[৪] তার মতে, দেশ স্বাধীনের পর সুপ্রিম কোর্টের মূল ভবনটি প্রথমবারের মতো এ দেশের কাগজের মুদ্রায় বিষয় হয়েছে ১৯৭৬ সালে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ৫০০ টাকা মূল্যমানের নোটে।

[৫] তিনি বলেন, জাতীয় সংসদ ভবন, জাতীয় জাদুঘর এসব স্থাপনার মধ্যে আধুনিকতা ছোঁয়া ফুটে উঠেছে। এছাড়াও শাপলাচত্বরসহ আরও কিছু স্থাপনা রয়েছে দেশের কাগজের মুদ্রায়।

[৬] আজ বিশ্ব স্থাপনা দিবস। প্রতিবছরের মতো এবারও এ দিনটি পালিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়