শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিউল আলম:‘নূর হোসেন দিবস’ কি যথাযোগ্য মর্যাদা পাচ্ছে?

রবিউল আলম: স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের প্রতীক হয়েছিলেন নূর হোসেন। আমার ছোট ভাইয়ের নাম অনুসারে নাম হওয়াতে, মুজিব আদর্শের সৈনিক হওয়ায় নূর হোসেনের প্রতি সহানুভ‚তি একটু বেশিই বলতে পারেন। ভোগের রাজনীতির বিচরণ ভ‚মিতে ত্যাগীদের সংখ্যা নেহায়েতই কম। ব্রিটিশবিরোধী, পাকিস্তানবিরোধী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম। ১৫ আগস্ট, এরশাদ বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও ২১ আগস্ট নেতৃত্ব বাঁচানোর জন্য যারা অকাতরে জীবনদান করেছেন, তাদের মাঝে বাঙালি ও বাঙালি জাতীয়তাবাদের সংখ্যাই অধিক। বিশ্লেষণ করার প্রয়োজন নেই, বাংলাদেশি জাতীয়তাবাদীদের জীবনদানের ইতিহাস নেই। জিয়ার লাশ ফেলে পলায়নের ইতিহাস আছে। খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর ইতিহাস, দলের নেতা কর্মী ও জনগণকে পরিত্যাগে করে বিদেশে পলায়নের ইতিহাস আছে।

দলের জন্য জীবন দাতাদের স্মরণ করার ইতিহাস নেই! নূর হোসেনের আত্মত্যাগে হ্মমতার মসনদকে ভোগের সাম্রাজ্য বানিয়েছে বিএনপি-জামায়াত। নূর হোসেনকে মনে রাখার প্রয়োজন মনে করেনি। অনেক বাম, রাম, যদু কদুর রাজনৈতিক দল গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রতীক নূর হোসেনকে চেনেন না। নূর হোসেনের ইতিহাস সম্পর্কে জানেন না, পড়েন না, মানেনও না। গণতন্ত্র গণতন্ত্র, বলতে বলতে মুখে ফেনা তোলেন। গণতন্ত্র খায়, না মাথায়দেয়? তাও জানেন কিনা আমার বোধগম্য নয়। প্রতিদিন মুক্ত মনে একাধিক মিডিয়ায় সরকারের চৌদগোষ্ঠী শ্রাদ্ধ উদ্ধার করছেন গণতন্ত্র ছাড়া? নূর হোসেনের আত্মত্যাগ ছাড়া? গণতন্ত্রের প্রতীক নূর হোসেনকে উপহার দিচ্ছেন? এতো নিরবে নূর হোসেন দিবস, গণতন্ত্রের পুজারীরা জবাব দিতে পারবেন। নূর হোসেন দিবস কি একমাত্র আওয়ামী লীগেরই দায়? যদি তাই হয়, তবে বলতে হবে গণতন্ত্রের মালিক একমাত্র আওয়ামী লীগ। বাম, রাম, যদু, মধু রাজনৈতিক দলের মুখে গণতন্ত্রের কথা মানায় কি? নূর হোসেন দিবসের প্রতি অনীহা-ই প্রমাণ করে গণতন্ত্রের জন্য নয়, ক্ষমতাই আপনাদের মূল উদ্দেশ্য।

লেখক: মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়