শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব স্বাধীনতার পর ৩ মাসে মিত্র বাহিনী বাংলাদেশ ছেড়ে ছিলো, ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ

মনিরুল ইসলামঃ [২] স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারবো বলে আশা প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ।

[৩] বুধবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় ও বর্ণাঢ্য জীবনের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

[৪] স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, যুদ্ধের পর মিত্র বাহিনী সহজে যায় না। মধ্যপ্রাচ্যে তার উদাহরণ রয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ শেষে মাত্র তিন মাসের মধ্যে মিত্র বাহিনী দেশ ছেড়েছিলো। এজন্য আমি ভারতকেও ধন্যবাদ জানাই। তিনি বলেন, সেই সময়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হলেও এখন সেই দেশ উন্নয়নের রোল মডেল। গত ১২ বছরে প্রবৃদ্ধির হার অব্যাহত আছে। এখন আমাদের অন্তনির্হিত শক্তি অনেক বেশী।

[৫] বিশ্বমন্দা ও করোনা পরিস্থিতি মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সাবেক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, করোনা ভয়াবহতা শুরুর পর সঠিক সময়ে লকডাউন দেওয়া ও সঠিক সময়ে তা খুলে দেওয়ার কারণে আমাদের অর্থনীতির ওপর তা বড়ধরণের বিরুপ ফেলতে পারেনি। বরং এই সময়েও রেমিটেন্স বেড়েছে। সম্মিলিত প্রচেষ্টায় তার নেতৃত্বে আমরা উন্নত দেশে পরিণত হবো বলে আশা প্রকাশ করেন তিনি।

[৬] উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে গত রবিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এই অধিবেশনে গত সোমবার জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ প্রস্তাব উত্থাপন করেন। পরে সাধারণ আলোচনা শুরু হয়েছে। চার দিনের আলোচনা শেষে আজ বৃহস্পতিবার প্রস্তাবটি পাসের মধ্য দিয়ে এই আলোচনা সমাপ্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়