শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে ভুয়া পুলিশ আটক, ওয়াকিটকি উদ্ধার

মনজুর অনিক: [২] ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ২টায় গোদনাইল এসও দোয়েল চত্তর এলাকায়।
আটক ব্যক্তির নাম রহমত উল্লাহ (৩৬) । খবর পেয়ে পুলিশ এসে জনতার হাতে থেকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে যায়।

[৩] এসময় একটি ওয়াকিটকি এবং তাঁর মুঠোফোনে ডিএমপি ও জেলা পুলিশের পোশাক পড়া কয়েকটি ছবিসহ মোবাইলটি উদ্ধার করা হয়। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকার শতশত নারী পুরুষ ভুয়া পুলিশকে দেখতে আসে।

[৪] আটক রহমতউল্লাহ ঝালকাঠি জেলার সদর থানার ডাক্তারপট্টি এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে। সে ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকার তৈয়বুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরে রহমত উল্লাহ পুলিশ পরিচয় দিয়ে এসও বিভিন্ন জন থেকে টাকা হাতিয়ে নিতো। অনেকের নতুন অটোরিক্স চড়ে বিভিন্ন স্থানে ঘুরে অটোচালককে টাকা দিয়ে খাবার আনতে বলে অটো নিয়ে চলে যেতো।

[৫] দুপুরের নাসিকের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের কাছে স্কুলের ১০০ শিক্ষার্থীর খাবার বাবত টাকা চায়। এসময় সন্দেহ হলে পুলিশ খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানা এ এস আই মেহেদী ঘটনাস্থলে এসে তাকে আটক করে।

[৬] এসময় ভুয়া এস আই রহমত নিজেকে ২০১২ সালে পুলিশে চাকুরি করতেন বলে জানায়। বর্তমানে চাকুরি নাই। চাকুরি ফিরে পেতে মামলা করেছেন বলে জানায়।

[৭] এদিকে এলাকাবাসী জানিয়েছে, সামনে নারায়ণগঞ্জে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে সাবেক কাউন্সিলর কাছে বিষয়টি নিয়ে ভাবতে চাচ্ছেন এলাকাবাসী।

[৮] সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান জানান, পুলিশ পরিচয় চাঁদাবাজির অভিযোগে রহমতউল্লাহকে আটক করে থানায় নিয়ে আসা হচ্ছে। তাছাড়া এই ভুয়া পুলিশ বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে অতিথিও হয়েছেন। সে ছবিও তার ফোনে পাওয়া গেছে। তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়