শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের আজকের বিশেষ অধিবেশন বৈঠক গভীর রাত পর্যন্ত চলবে। ২১ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নিচ্ছেন।

[৩] অধিবেশন বৈঠক গভীর রাত পর্যন্ত চলার কারণে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার পক্ষ থেকে জাতীয় সংসদে বিশেষ খাবার বিতরণ করা হয়েছে। রাতের খাবার হিসেবে বুধবার এগুলো বিতরণ করা হয়।। সংসদ সদস্য থেকে শুরু করে দায়িত্বরত সংসদের কর্মকর্তা-কর্মচারী ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

[৪] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে ৯ নভেম্বর সন্ধ্যায়। স্বাস্থ্যবিধি মেনে সন্ধ্যা ৬ টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এটি চলমান একাদশ সংসদের দশম অধিবেশন।

[৫] পরদিন বঙ্গবন্ধুর কর্মময় ও বর্ণাঢ্য জীবনের উপর আলোচনার জন্য জাতীয় সংসদে সাধারণ প্রস্তাব উত্থাপন করেন গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৬] বুধবার বঙ্গবন্ধুর উপর আলোচনার জন্য ২১ জন এমপি তালিকাভুক্ত হয়েছেন। সন্ধ্যায় শুরু হওয়া অধিবেশনে সংসদ সদস্য শেখ ফজলুল হক সেলিম, ডেপুটি স্পীকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, সালমান ফজলুর রহমানসহ অনেকেই বক্তব্যই রেখেছেন। তালিকায় আরো অনেকে রয়েছেন।

[৭] সংসদের সিনিয়র সহকারী সচিব ওয়ারেছ হোসেন বলেন, বিশেষ অধিবেশন উপলক্ষে আমরা রোস্টার অনুযায়ী কাজ করছি। সেই তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাবার বিতরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়