শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতের ঢাকায় চলাচলে ৮৫ শতাংশ মানুষ নিরাপদ বোধ করে : তাজুল ইসলাম

সমীরণ রায়: [২] স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী আরও বলেন, দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। মাঝে মাঝে বিদেশি রাষ্ট্রের মন্ত্রীরা প্রশ্ন করেন, বাংলাদেশের ম্যাজিক কী? এত অল্প সময়ে ভিন্ন খাতে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন হলো? ঢাকা শহরে এমন খুব কম দিন ছিল যেদিন একটা খুন হতো না। এই পরিবর্তনগুলো তরুণদের হাত ধরে হয়েছে। যাদের দিকে আমরা তাকিয়ে আছি উন্নত বাংলাদেশ গড়ার জন্য। একজন মন্ত্রী হিসেবে তাদের সৃজনশীল পরিকল্পনা দেখে আশ্চর্য হই। তাদের কারণে বিশ্বাস করতেই হয়, আগামী দিনে যে, স্বপ্ন আছে তা, পূরণ হবে।

[৩] স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের ম্যাজিকটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যে বিষয়গুলোকে যুক্ত করেছেন, তার মধ্যে অন্যতম মূল বিষয় তথ্য-প্রযুক্তি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যারা তার কর্মী আছি, আমরা যদি একত্রে কাজ করে যেতে পারি তাহলে এই দেশে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

[৪] বুধবার ডিজিটাল সেন্টার চালুর ১০ বছর পূর্তি উপলক্ষে অনলাইন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

[৫] আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু বলতেন, ঢাকার বাইরে যে হাজার হাজার গ্রাম আছে তার উন্নয়ন হলেই বাংলাদেশের উন্নয়ন হবে। এর থেকে অনুপ্রাণিত হয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে উন্নয়নকে নিয়ে গেছেন। আর তার সুযোগ্য পুত্র ও আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার। তিনি দেশের ইউনিয়ন পর্যায়ে দ্রুত গতির ইন্টারনেট ফাইবার ক্যাবল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। ফলে ৩৬০০ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে দ্রুত গতির ইন্টারনেট ক্যাবল পৌঁছে দিয়েছি।

সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়