শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় ২৯ লক্ষ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কায়সার হামিদ: [২] কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া বালুখালী কাস্টমস চেকপোষ্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭৪০ (পাঁচ হাজার সাতশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৫। এসময় দুইজন রোহিঙ্গাকে আটক করা হয়।

[৩] আটকরা হলেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো. ওসমানের ছেলে মো. জুনায়েদ (২৩) ও একই ক্যাম্পের মৃত জিয়াউল হোসেনের ছেলে মো. এহসান (১৯)।

[৪] বুধবার (১১ নভেম্বর) বিকালে র‌্যাব -১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক মেইল বার্তায় এই তথ্য জানিয়েছে।

র‌্যাব জানান, বালুখালী কাস্টমস চেকপোষ্ট সংলগ্ন এলাকায় রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক কারবারি অবস্থান করছে; এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অভিযান চালায়। এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মো. জুনায়েদ ও মো. এহসানকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে সর্বমোট ৫,৭৪০ (পাঁচ হাজার সাতশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক ২৮ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানান র্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়