শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার চমক দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : [২] নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই টেস্ট খেলবে পাকিস্তান। আর সেই সফরকে সামনে রেখে ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে নতুন চমক হিসেবে আছেন চার ক্রিকেটার। -ক্রিকইনফো

[৩] নতুন ডাক পাওয়া চার ক্রিকেটার হচ্ছেন– আহম্মদ বাট, দানিশ আজিজ, ইমরান বাট এবং রোহেল নাজির। জিম্বাবুয়ে সিরিজের মতো এই সিরিজে ডাক পাননি অভিজ্ঞ দুই ক্রিকেটার শোয়েব মালিক এবং পেসার মোহাম্মদ আমির। এছাড়া নেই শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

[৪] এদিকে টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার টেস্টেও অধিনায়কের দায়িত্ব পেয়েছেন দেশটির অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। আর তার নেতৃত্বাধীন দল আগামী ২৩ নভেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিবেন।

[৫] পাকিস্তানের ৩৫ সদস্যের স্কোয়াড : বাবর আজম, আবিদ আলী, আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, জেসান মালিক, আজহার আলী, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলী, নাসিম শাহ, হ্যারিস সোহেল, হোসেন তালাত, ইফতিখার আহমেদ, ইমরান বাট, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান-(উইকেটকিপার), রোহেল নাজির, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শাহীন শাহ আফ্রিদি, সাদাব খান, উসমান কাদির, ইয়াসির শাহ, জাফর গোহার, আহম্মদ বাট, ফাহিম আশরাফ, হ্যারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা, সোহেল খান। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়