শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্লাইটে ওঠার আগে বোর্ডিং পাস সংগ্রহের সময় স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রীরা

লাইজুল ইসলাম: [২] একটি সূত্রের দেয়া ছবি থেকে দেখা যায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কয়েকজন যাত্রী ঠেলাঠেলি করে টার্মিনালের ভেতরে ঢুকছেন।

[৩] ২৫ শতাংশ আসন ফাঁকা রাখার শর্তে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হবে এই নির্দেশনা দিয়ে গত ১ জুন থেকে দেশের অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি দেয় সরকারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

[৬] এরপর ১৩ সেপ্টেম্বর থেকে আসন ফাঁকা রাখার নিয়মটি তুলে নেয় বেবিচক। বিমান সংস্থাগুলো সব আসনে যাত্রী নিয়ে চলাচল শুরু করে।

[৭] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানিয়েছিলেন, আসন পূর্ণ করে ফ্লাইট চলাচল করলেও অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই মানতে হবে। সবাইকে ফেইস সিডø পরতে হবে। যা সরবরাহ করবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমান বন্দরের ভেতরেও বাদ্ধতামূলক সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।

[৮] হযরত শাহজলাল আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বলেন, আমরা যাত্রীদের দাড়ানো ও সবার জন্য মার্ক করে দিয়েছি। অনেক যাত্রী এক সঙ্গে বিমান বন্দরে ঢুকতে না বলা হয়েছে। তারপরও এর কোনো ব্যাক্তয় আছে কি না তা ক্ষতিয়ে দেখা হবে।

[৯] বিমান সংস্থা গুলো বলছে, এই ধরণের অভিযোগ শুনেছি আমরা। যাতে এমন ঘটনা আর না ঘটে সেদিকে লক্ষ রাখা হবে। তবে কেনো এত যাত্রী এক সঙ্গে ঢুকলেন তার কোনো উত্তর দিতে পারেনি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়