শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০, ১০:৩৮ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২০, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিএমএইচ এ চিকিৎসাধীন জমজ শিশু রাবেয়া-রোকেয়া ভাল আছে

ইসমাঈল ইমু: [২] আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, ঢাকা সিএমএইচ-এ জোড়া মাথা বিযুক্তকরণ সফল অপারেশন মাধ্যমেই শিশুদুটি গত ১ বছর ধরে সুস্থ জীবন যাপন করছে। গত ২৭ অক্টোবর হাঙ্গেরী থেকে আসা ৪ জন চিকিৎসকের উপস্থিতিতে দেশের সামরিক ও অসামরিক চিকিৎসকদের সমম্বয়ে শিশু রাবেয়া এর অপারেশন কার্যক্রম পরিচালনা করা হয়।

[৩] গত ৬ দিন ধরে শিশু রাবেয়া সিএমএইচ ঢাকা এর পোস্ট অপারেটিভ ওয়ার্ড এ চিকিৎসাধীন রয়েছে। রাবেয়া অনেকাংশেই ভাল আছে এবং প্রায় স্বাভাবিক কথা-বার্তা বলতে পারে এমনকি খেলাধুলাও করতে চায়। তবে রোকেয়ার স্নায়ুগত কিছু কিছু দুর্বলতা আছে যার কারণে সে এখনও পরিপূর্ণ কথা বলতে বা হাটতে পারছেনা। তবে নিজে-নিজে খাবার গ্রহণ করতে পারছে এবং কথা বুঝতে পারছে।

[৪] ২০১৬ সালের১৬ জুলাই পাবনা জেলার চাটমোহর থানার রফিকুল ইসলাম এবং তাছলিমা বেগমের ঘরে জন্মগ্রহণ করে জোড়া মাথার জমজ বাচ্চা। জোড়া মাথার বাচ্চার বিযুক্তকরণ কার্যক্রমে সফলতা অর্জনের উদাহরণ খুবই কম।

[৫] প্রধানমন্ত্রী এই শিশু দুটির চিকিৎসা দায়ভার গ্রহণ করেন এবং প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব অর্পন করেন। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ও পরিকল্পনায় ঢাকা সিএমএইচ-এ হাঙ্গেরী থেকে আসা ৩৪ জন চিকিৎসক দল এবং বাংলাদেশের সামরিক ও অসামরিক চিকিৎকগণ কর্তৃক ২০১৯সালের ১ আগস্ট থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রায় ৩৩ ঘন্টা বিযুক্তকরণ অপারেশন সলফতার সাথে সম্পন্ন করা হয়।

[৬] বিশ্বের ১৭তম সফল অপারেশন ও বাংলাদেশে ১ম, যা বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি মাইফলক। এ অপারেশন পরিচালনার মাধ্যমে সামরিক বাহিনীর চিকিৎসা ব্যবস্থা তথা রাষ্ট্রীয় চিকিৎসা ব্যবস্থার প্রতি জাতির অবিচল আস্থা অর্জন ও আত্মবিশ্বাসের প্রতিফলন হয়েছে। দুটি দেশের মধ্যে সম্প্রতি সৌহার্দ্যতা বৃদ্ধি পয়েছে, যা প্রধানমন্ত্রীর দুরদর্শিতার পরিচায়ক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়