শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে পশুর চিকিৎসা দিচ্ছেন হাসপাতালে ফিল্ড এ্যাসিসটেন্টরা

জাকির আকন: [২] সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ অফিসে কর্মরত পশু চিকিৎসক না থাকায় ফিল্ড এ্যাসিসটেন্টরা হাসপাতালে আগত গবাদি পশুর চিকিৎসা দিচ্ছে।

[৩] স্থানীয় গবাদি মালিকরা জানান, এই হাসপাতালে পশু চিকিৎসক না থাকায় খামারী মালিকদের একমাত্র ভরসা ফিল্ড এ্যাসিটেন্ট ও গ্রাম্য পশু চিকিৎসকরা।

[৪] সরজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপজেলা লাইভ ষ্টক অফিসার পদটিতে দীর্ঘদিন কোন পশু চিকিৎসক নেই । প্রজনন সহকারী নেই দীর্ঘদিন। ভেটনারী সার্জেন্ট ( ভি,এস) হিসাবে কর্মরত একমাত্র ডাক্তার ও রয়েছে ছুটিতে ফলে হাসপাতালে পশু চিকিৎসা নিতে আসা গবাদি মালিকদের ভরসা ফিল্ড এ্যাসিসটেন্টরা্র।

[৫] বুধবার (১১ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চকগ্রাম গবাদি পশুর মালিক আজম আলী প্রাণী সম্পদ হাসপাতালে এসেছেন কিন্তু ভেটনারী সার্জেন্ট হিসাবে কর্মরত একমাত্র ডাক্তার কে না পেয়ে ফিরে যাচ্ছেন।

[৬] ফিল্ড এ্যাসিসটেন্ট মোঃ সোহল রানা গরু ও বাছুর ও ছাগলের চিকিৎসা দিচ্ছেন । আগত পশু মালিকেরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান একমাত্র ডাক্তারকে পাওয়া যায়।

[৭] উপজেলা সদরের আতিকুল ইসলামসহ অনেকেই জানান, দুপুরের পরেই পশু হাসপাতালের অফিস বন্ধ থাকে ফলে গবাদি পশুর মালিকরা গেটে ওষুধ দোকানিদের (গ্রাম্য চিকিৎসক) কাছে চিকিৎসা নেন।

[৮] ফিল্ড এ্যাসিসটেন্ট সোহেল রানা জানান, ভেটনারী সার্জেন্ট (ভি, এস) শরিফুল ইসলাম ছুটিতে আছেন। ভেটনারী সার্জেন্ট (ভি, এস) শরিফুল ইসলামের মোবাইলে যোগাযোগ করলে তিনি তার পিতার অসুস্থতার কারণে ছুটিতে আছেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়