শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছরেও হয়নি যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি, সারাদেশে সাংগঠনিক কাজে স্থবিরতা

ডেস্ক রিপোর্ট : জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ। এর ফলে সারাদেশে যুবলীগের সাংগঠনিক কাজে এক প্রকার স্থবিরতা দেখা দিয়েছে।

যদিও করোনা এবং বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পদ প্রত্যাশীরা উলেস্নখযোগ্য ভূমিকা পালন করেছেন। তবে কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় আটকে আছে জেলা মহানগরের কমিটিও। এতে দেশের বিভিন্ন জায়গায় আগের সিন্ডিকেটের বিতর্কিতরাই দাপিয়ে বেড়াচ্ছেন। পুনরায় জেলা-মহানগরসহ গুরুত্বপূর্ণ পদে আসতে জোর তৎপরতাও চালাচ্ছেন অনেকেই।

ক্যাসিনোসহ বিতর্কিত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতাদের অনুসারিরা ফের শীর্ষ পদে আসতে বিভিন্ন মহলে তদবির করছেন। এমনকি বিভিন্ন কর্মসূচিতে বিতর্কিত এসব নেতাদের অনুসারিরা বর্তমান চেয়ারম্যান-সাধারণ সম্পাদকের আশপাশে অবস্থান করছেন এবং অনুষ্ঠানের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন অনেকেই।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দীর্ঘদিন যাচাই-বাছাই শেষে পূর্ণাঙ্গ কমিটির একটি খসড়া তালিকা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হ জমা দেওয়া হয়েছে। তিনি যাচাই-বাছাই করে অনুমোদন দিলে যেকোনো সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

যুবলীগের সূত্রগুলো বলছে, পুরানো সিন্ডিকেট ভেঙে ত্যাগী নেতাদের স্থান দিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিলম্ব হচ্ছে। তবে এর মধ্যে বিতর্কিত কেউ আছে কিনা, আওয়ামী লীগের পক্ষ থেকে তা যাচাই করা হচ্ছে। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে আলাদা টিম গঠন করে জেলা-মহানগরসহ পর্যায়ক্রমে তৃণমূলের সব ইউনিটে সম্মেলন করা হবে।

এর আগে হারানো গৌরব ফিরিয়ে আনতে যুবলীগের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আনা হয়। ২০১৯ সালের ২৩ নভেম্বর সপ্তম কংগ্রেসে চেয়ারম্যান নির্বাচিত হন সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠপুত্র পরিচিত শেখ ফজলে শামস পরশ। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাইনুল হোসেন খান নিখিল। নির্বাচিত হওয়ার পর থেকে তারা দুইজনই বলে আসছেন, যুবলীগকে পরিচ্ছন্ন সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

সূত্রগুলো বলছে, ক্যাসিনোকান্ড, পদ বাণিজ্য ও নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ায় যুবলীগের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে। একটু সময় লাগলেও যুবলীগকে বিতর্কিতদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। যে উদ্দেশে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল, তা বাস্তবায়নের জন্য পরিচ্ছন্ন নেতাদের দিয়ে কেন্দ্রীয় ও শাখা কমিটিগুলো গঠন করতে চাচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক।

এ প্রসঙ্গে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, যুবলীগ হবে মানুষের সংগঠন। মানুষের পাশে থেকে মানবতার জন্য কাজ করার জন্য এই সংগঠনের জন্ম হয়েছিল। তাই করোনা, বন্যাসহ দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগের নেতাকর্মীরা। জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমরা মানবিক কর্মকান্ডকে গুরুত্ব দিয়েছি। গত এক বছর মানবিক কাজে সব নেতাকর্মীকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে, বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আজ পালিত হবে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং হাজারও নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে যুবলীগ।

কর্মসূচি : ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশ-বিদেশের প্রতিটি ইউনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ১০-৪৫ মিনিটে বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করবে। যায়যায়দিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়