শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভ্যাকসিনের দিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব

নিউজ ডেস্ক : [২]করোনাভাইরাস মহামারী থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের দিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব। ভ্যাকসিন পেতে অগ্রিম অর্থ জমা দিয়ে রেখেছে অনেক দেশ। সম্প্রতি ফাইজার-বায়োএনটেক তাদের টিকা চূড়ান্ত ধাপে ৯০ ভাগেরও বেশি কার্যকর প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে। এখন পর্যন্ত প্রায় ১০০টি কোম্পানির ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হয়েছে এবং ১০টি হিউম্যান ট্রায়াল পর্যায়ে রয়েছে।

[৩]যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি দাবি করেছে, জার্মানির জৈব প্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের সঙ্গে তারা যে টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষা চালাচ্ছে, তাতে নতুন করোনাভাইরাস প্রতিরোধে টিকাটি ৯০ ভাগেরও বেশি কার্যকর প্রমাণিত হয়েছে। জুলাইতে করোনাভাইরাসের টিকার চূড়ান্ত ক্লিনিক্যাল ট্রায়াল বা শেষ ধাপ শুরু করে ফাইজার-বায়োএনটেক। এ পর্যায়ে পরীক্ষায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের অর্ধেকের শরীরে আসল টিকা আর বাকিদের শুধু লবণ পানির প্লাসেবো প্রয়োগ করা হয়। চূড়ান্ত পরীক্ষায় প্রাথমিকভাবে টিকাটি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৯০ ভাগ কার্যকর বলে প্রমাণিত হয়। টিকা প্রস্তুতকারীদের জরুরি অনুমোদন দেওয়ার ক্ষেত্রে টিকা ৫০ ভাগ কার্যকর হবে, এমন একটি বাধ্যবাধকতা ঠিক করে রেখেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ-এফডিএ। ফাইজার-বায়োএনটেকের প্রাথমিক তথ্যটি যদি ঠিক হয় এবং মাঠপর্যায়ের প্রয়োগে এর সঠিক প্রতিফলন ঘটে, তাহলে তা নির্ধারিত মানদন্ডের চেয়ে বেশিই সুরক্ষা দেবে। কভিড-১৯ সংক্রমণের ১৬৪টি কেস না পাওয়া পর্যন্ত চলবে চূড়ান্ত ধাপের ট্রায়াল। এরপরই টিকার পরীক্ষা শেষ হবে এবং ফলাফল বিশ্লেষণ করা হবে।

বর্তমানে বিভিন্ন দেশে ১০টি টিকার চূড়ান্ত ধাপের ট্রায়াল চলছে। ‘মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া’ ঘটার কথা জানিয়ে চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি করোনাভাইরাসের সম্ভাব্য টিকার ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছে ব্রাজিলের স্বাস্থ্য প্রশাসন। তবে যাদের মাধ্যমে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ চলছিল, তারা বলেছে, ট্রায়াল চলাকালে স্বেচ্ছাসেবীদের একজনের মৃত্যু হলেও তা ভ্যাকসিনের কারণে ঘটেনি। তবে ক্লিনিক্যাল ট্রায়াল কতদিনের জন্য স্থগিত করা হয়েছে, সেসব বিষয় তারা স্পষ্ট করেনি। সিনোভ্যাকের এই টিকা বর্তমানে পরীক্ষামূলক প্রয়োগের একেবারে শেষ পর্যায়ে রয়েছে। ব্রাজিলে এই ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল সাও পাওলোর মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট বুটানটানের মাধ্যমে। অক্সফোর্ড আর অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা ভ্যাকসিনের ফেইজ ১ এবং ফেইজ ২ এর ট্রায়াল সফল হয়েছে। ফেইজ ৩ এর জন্য যুক্তরাজ্য, ব্রাজিল ও ভারতে স্বেচ্ছাসেবীদের ওপর পরীক্ষা চালানো হচ্ছে। ভ্যাকসিনের ট্রায়াল চলাকালীন যুক্তরাজ্যে এক রোগীর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় ট্রায়ালটি সাময়িকভাবে বন্ধ ছিল। তবে কয়েক দিন পরেই আবার ট্রায়াল শুরু হয়। মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্নার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা এ বছরের শেষ নাগাদ ব্যবহার উপযোগী হতে পারে বলে জানা গেছে। ওষুধ কোম্পানিটি ৩০ হাজার মানুষের ওপর তাদের ভ্যাকসিনটির তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষা শুরু করেছে। বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি তিনটি ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হিউম্যান ট্রায়ালের অনুমোদন নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়