শিরোনাম

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে নতুন সরকার গঠনের পরপরই রোহিঙ্গা প্রত্যাবসন নিয়ে চীনে ত্রিপক্ষীয় বৈঠক চায় বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক : [২] মিয়ানমারে ৮ই নভেম্বরের জাতীয় নির্বাচনে অং সান সু'চির নেতৃত্বাধীন ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি আবারো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

[৩] অবশ্য মিয়ানমারের নির্বাচনে কোনো পরিবর্তন আসেনি উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পূননির্বাচিত হতে যাওয়া অং সান সুচির নেতৃত্বাধীন দল এবং নতুন সরকারকে অভিনন্দন জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

[৪] তিনি বলেন, চীনের উদ্যোগে আগেও আলোচনা হয়েছে, প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু গত তিন বছরে একজন রোহিঙ্গাকেও রাখাইনে ফেরত পাঠানো যায়নি।
মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের আস্থার ঘাটতি বা অবিশ্বাস রয়েছে। অং সান সূচি সরকারকেই তা দূর করতে হবে।

[৫] তিনি বলেন, মিয়ানমারকে আমরা বলেছি রোহিঙ্গাদের বিশ্বাসের ঘাটতি কমানোর জন্য আসিয়ান, চীন, ভারতসহ অন্যদের নিয়ে একটি বেসামরিক অবজারভার গ্রুপ তৈরি করা হোক। যার ফলে রোহিঙ্গাদের বিশ্বাস বাড়তে পারে। তারা হ্যাঁ বা না কিছু বলেনি। সম্পাদনা: বাশার নূরু

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়