শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২০, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রানজিশন টিমকে স্বীকৃতি দিতে দেরি করলে মামলা করবে বাইডেন শিবির

লিহান লিমা: [২] গত সপ্তাহের মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলের বিজয়কে স্বীকৃতি দিতে ফেডারেল এজেন্সি দেরি করলে জো বাইডেনের ট্রানজিশন টিম আইনী পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে। স্থানীয় সময় সোমবার বাইডেনের প্রচারণা শিবিরের এক কর্মকর্তা এই তথ্য জানান। রয়টার্স

[৩] সাধারণত দেশটির জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশন (জিএসএ) নির্বাচনে জয়ী বিজয়ী প্রার্থীকে স্বীকৃতি দিয়ে থাকে, যার ফলে ক্ষমতার পালাবদলের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু মার্কিন মিডিয়া বাইডেনকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করলেও এখনো প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া মেলে নি।

[৪] এদিকে কোনোরুপ প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, নির্বাচনে ভোটিং জালিয়াতি হয়েছে। ট্রাম্পের প্রচারণা শিবির ইতোমধ্যেই কয়েকটি রাজ্যের ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে। আরিজোনা ও মিশিগানের আদালত মামলা নাকচ করে দিয়েছে।

[৫] জিএসএ এর প্রশাসনিক কর্মকর্তা এমিলি মরফির মুখপাত্র জানিয়েছেন, এখনো জিএসএ মনে করে না যে বিজয়ী প্রার্থীর বিষয়টি স্পষ্ট হয়েছে।

[৬] বাইডেনের প্রচারণা দলের কর্মকর্তা জানান, আমাদের বিজয় স্পষ্ট, এই বিলম্ব ন্যায়সঙ্গত নয়। এই বিলম্বের কারণে বাইডেনের ট্রানজিশন টিম মিলিয়ন ডলারের রাষ্ট্রীয় তহবিলে প্রবেশাধিকার পাচ্ছে না, সেই সঙ্গে তদন্ত সংস্থার কর্মকর্তা ও অন্যান্য বিভাগের সঙ্গেও যোগাযোগ করতে পারছে না।

[৭] এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ২০০০ সালে ডেমোক্রেট প্রার্থী আল গোর ও রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ বুশের মধ্যে ফ্লোরিডার শতশত ভোট নিয়ে গোলযোগ বেঁধে যাওয়ায় জিএসএ পাঁচ সপ্তাহ পর্যন্ত আনুষ্ঠানিক ট্রানজিশন টিম প্রক্রিয়ার অনুমোদন দেয় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়