শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরখাস্ত এসআই আকবরকে পিবিআই’র কাছে হস্তান্তর

ইসমাঈল ইমু : [২] সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (বহিষ্কৃত) আকবর হোসেন ভূঁঞাকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা পুলিশ তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে।

[৩] হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পিবিআই।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] এরআগে এসআই আকবরকে কানাইঘাট সীমান্ত থেকে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়। সেখানে প্রেসব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

[৫] পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গত রোববার পুলিশ তথ্য পায়, আকবর কানাইঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যেতে পারেন। এ জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিলো। পুলিশের এ দলে নেতৃত্ব দেন কানাইঘাট ও জকিগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে একটানা তিন দিন বিশেষ নজরদারিতে ছিলেন আকবর। সোমবার সকাল নয়টায় সাদাপোশাকে জেলা পুলিশ আকবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

[৬] প্রেস ব্রিফিংয়ে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ বলেন, অপরাধ করে কারও পার পাওয়ার সুযোগ নেই। অপরাধী যেই হোক, যে বাহিনীরই হোক, তাঁকে আইনের আওতায় আনার চেষ্টায় ছিল পুলিশ। সে চেষ্টা সফল।

[৭] প্রেস ব্রিফিংয়ের পর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিদর্শক আওলাদ হোসেনের নেতৃত্বে আসা পিবিআইয়ের একটি দলের কাছে আকবরকে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়