শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকতার বানু আলপনা: নষ্ট রাজনীতি ভালো মানুষকে নষ্ট বানিয়ে দেয়

আকতার বানু আলপনা: আমি রাজনীতি পছন্দ করি না। কারণ রাজনীতি করলে নিজ দলের বা দলের লোকজনদের নানা আকাম-কুকামের বিরুদ্ধে (তারা যতো বড় অনৈতিক এবং দেশ ও জনগণের স্বার্থবিরোধী কাজই করুক না কেন) কথা বলে প্রতিবাদ করা যায় না। করলে আপনার দলেরই সবাই মিলে আপনাকেই অপরাধী বানিয়ে ছাড়বে, আপনাকেই নির্যাতন করবে বা শাস্তি দেবে, এমনকি আপনাকে খুনও করতে পারে! যেন আপনি কোন দলের সমর্থক, কর্মী বা নেতা হয়েছেন বলেই সে দলের লোকজনদের সব অপকর্মকে নির্দিধায় সমর্থন করা আপনার নৈতিক দায়িত্ব হয়ে গেছে। এজন্য নিজ দলের কাজের সমালোচনা করে, এমন লেখক, বুদ্ধিজীবী, টকশোর আলোচক ইত্যাদি এখন বিলুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হয়েছে। আগে যাও বা দু’চারজন ছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পাস হবার পর তারাও এখন পাকাপোক্তভাবে ডাইনোসরদের প্রতিবেশী। তাছাড়া রাজনীতি কিছু অযোগ্য লোককে অন্যায্য ক্ষমতা বা সুবিধা দিয়ে দেয়, যেটা এমনিতে তাদের পাবার কথা ছিলো না।

ফলে রাজনীতি কিছু যোগ্য মানুষকে বঞ্চিত করে (সেসব ক্ষমতা বা সুবিধা প্রকৃতপক্ষে যাদের পাবার অধিকার ছিলো) কিছু অযোগ্য মানুষকে অপরাধ করার বৈধ দলীয় লাইসেন্স দিয়ে দেয়, পরে যাদের অপকর্মের কোনো শাস্তি হয় না। তাই আমার মনে হয়, আবরারের খুনিরা আসলে ব্যক্তিগতভাবে দোষী নয়, দোষ আসলে নষ্ট রাজনীতির। একইভাবে দোষী নয় দুর্নীতি করা ভিসি, শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, আমলা, ব্যবসায়ী, চাকুরে, ঠিকাদার, পুলিশ, এমপি, মন্ত্রী যারা নষ্ট রাজনীতির সুবিধাপ্রাপ্ত।

মোর‌্যাল অব দ্য স্টোরি কী? নষ্ট রাজনীতি ভালো মানুষকে বোবা-কালা-অন্ধ, স্বার্থপর, মিথ্যাবাদী, অথর্ব, অমানবিক, অত্যাচারী, সুযোগের সদ্ব্যাবহারকারী ধূর্ত, চাটুকার, দলদাস, লোভী, নির্লজ্জ, স্বেচ্ছাচারী, আগ্রাসী, নির্মম, অবিবেচক, নীতিহীন সর্বোপরি তৈলবিশারদ বানিয়ে দেয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়