শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২০, ০৬:২৪ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২০, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধার ষাটোর্ধ্ব স্ত্রীকে গণধর্ষণ, যুবক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে (৬২) গণধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় রবিউল (১৮) নামে এক যুবককে গ্রেপ্তারও করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে মঠবাড়িয়া থানায় রোববার (৮ অক্টোবর) গভীর রাতে মামলাটি করেছেন। এতে রবিউলসহ দুইজনের নাম উল্লেখ আছে। এছাড়া অজ্ঞাতপরিচয়ের আরো তিনজনকে আসামি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে আসামি রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। রবিউল উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আবুল কালামের ছেলে। এদিকে ধর্ষণের শিকার ওই বৃদ্ধা একজন মানসিক রোগী।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর সন্ধ্যায় ওই বৃদ্ধা প্রতিবেশী এক বিয়ে বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে বারেক চৌকিদারের পরিত্যক্ত গোয়াল ঘরের দিকে এলে আগে থেকে ওঁৎ পেতে থাক একটি সংঘবদ্ধ দল তাকে ধর্ষণ করে। এ দলে স্থানীয় টুকু জমাদ্দারের ছেলে লিসানও (১৯) ছিলেন।

ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান মিলু বলেন, এক বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছি আমরা। এছাড়া ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়