শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক করোনার সংক্রমণ ৫ কোটি ছাড়িয়েছে, দ্বিতীয় দফার সংক্রমণে বিপর্যস্ত ইউরোপ ও আমেরিকা

লিহান লিমা: [২] বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছে। স্থানীয় সময় রোববার দেশটিতে একদিনেই ১ লাখ ৩ হাজার ৬০০ জন নতুন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজারের বেশি মার্কিনি করোনায় প্রাণ হারিয়েছেন। সি.ডি.সি বলেছে, ২১ নভেম্বর নাগাদ করোনায় মৃত্যু ২ লাখ ৫৬ হাজারে পৌঁছাবে। সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ‘কোভিড-১৯ পরামশর্ক বোর্ড’ গঠন করার ঘোষণা দিয়েছেন। টাইমস/গার্ডিয়ান/সিএনএন

[৩] ইউরোপের মধ্যে করোনার সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স ও ইতালি। স্থানীয় সময় শনিবার ইতালিতে ৩৯ হাজার ৮০৯জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪২৫জন। ফ্রান্সে শুক্রবার ৬০ হাজার ৪৮৬জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যুহার ১৭০ শতাংশ বেড়েছে।

[৪] স্থানীয় সময় রোববারের তথ্য অনুযায়ী ইউরোপের ১০টি দেশে প্রাত্যহিক গড় সংক্রমণ বেড়েছে। এর মধ্যে চেক রিপাবলিক (তৃতীয় সর্বোচ্চ), সুইজারল্যান্ড (চতুর্থ সর্বোচ্চ) এবং ফ্রান্স (অস্টম সর্বোচ্চ)।

[৫] ব্রিটেনে রোববার ২০ হাজার ৫৭২জন নতুন শনাক্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১৫৬জন। ফাইজার/বায়োটেকের টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষায় ৯০ শতাংশ কার্যকারী প্রমাণিত হওয়ার পর ব্রিটেনের একজন টিকা বিশেষজ্ঞ বলেছেন, ‘বসন্তে জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।’

[৬] জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহেন বলেছেন, এভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে না।

[৭] ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জার্মানি ও ব্রিটেনের নতুন করে লকডাউন, কারফিউ এবং আংশিক লকডাউনের ঘোষণার পর এবার পতুর্গাল এবং হাঙ্গেরি করোনার সংক্রমণ কমাতে কারফিউ আরোপের ঘোষণা দিয়েছে।

[৮] বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা পর্যন্ত বিশ্বজুড়ে এ পর্যন্ত ৫ কোটি ৯ লাখ ৩ হাজার ৭৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৩৬৪জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়