শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আকবরকে গ্রেপ্তার করা হয়: সংবাদ সম্মেলনে এসপি

আহমেদ শামীম: [২] সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসপি ফরিদউদ্দিন এ তথ্য জানান।

[৩] তিনি বলেন, সিলেট জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সোমবার সকাল ৯টায় আকবরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। পুলিশের কাছে খবর আসে আকবর ভারতে পালিয়ে যেতে পারে। এ খবর পেয়েই কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়।

[৪] এক প্রশ্নে তিনি বলেন, আমরা মানুষের সহযোগিতা নিয়ে তাকে ধরেছি। ভারতে কে, কেন, কিভাবে ভিডিও করেছে আমরা জানি না। তবে আকবরকে গ্রেপ্তারে আমাদের কিছু বিশ^স্ত বন্ধু আমাদের সহযোগিতা করেছে। আকবরের সহযোগি নোমানকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

[৫] আজ সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে পিবিআই’র কাছে আকবরকে হস্তান্তর করা হবে একথাও বলেন এসপি।

[৬] সংবাদ সম্মেলননে ডিআইজি মফিজ উদ্দিনও বক্তব্য রাখেন। তিনি বলেন, অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই। অপরাধী যেই হোক, যে বাহিনীর-ই হোক তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

[৭] এসপি আরো বলেন, যথাযথ শাস্তির উদ্দেশ্যে এই বিচার প্রক্রিয়া সম্পাদন করার জন্য পুলিশের পক্ষ থেকে সব সহযোগিতা করা হবে। আইনের উর্ধ্বে কেউ নয়, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। আইশৃঙ্খলাবাহিনী এটাই প্রমাণ করেছে, আইন নিজের হাতে তুলে নিলে তাকে অবশ্যই বিচার পেতে পবে।

[৮] সিলেটের শান্তিপ্রিয় মানুষের উদ্দেশ্য করে এসপি বলেন, আপনারা জানেন যে, এমসি কলেজের ঘটনায়ও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আকবরকে গ্রেপ্তার করে তা আরো পরিষ্কার হয়েছে। ভবিষ্যতেও আইনের শাসন প্রতিষ্ঠার ধারা অব্যাহত থাকবে।

[৯] আকবর পালানোর সাথে পুলিশের কোনো কর্মকর্তা জড়িত থাকলে বা কারো গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়