শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২০, ০১:১২ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২০, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরান ঢাকায় আবারো বেপরোয়া পুলিশের সোর্স

ইসমাঈল ইমু : [২] রাজধানীর কোতয়ালী, বংশাল ও চকবাজার থানা এলাকার আলোচিত সেই পুলিশের লাইনম্যান ও সোর্স মেহেদী আবারো বেপরোয়া হয়ে উঠেছে। তার চাঁদাবাজিতে এলাকাবাসি অতিষ্ট। থানায় একাধিক অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না এলাবাসি।

[৩] মেহেদীর বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, মহাপরিচালক (র‌্যাব), ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে রয়েছে অর্ধশতাধিক অভিযোগ।

[৪] জাতীয় পরিচয়পত্রে তার নাম কুদ্দুস মাঝি। নিজ এলাকায় ভাঙ্গারী কুদ্দুস নামে পরিচিত। তবে মেহেদী হাসান তার ছদ্ম নাম। এই ছদ্ম নাম দিয়ে চাঁদা তোলার দায়ে কোতয়ালী থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে যায়। এ মামলায় বেশ কিছুদিন পর জামিনে বেরিয়ে আবার এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি শুরু করেছে।

[৫] সম্প্রতি সাংবাদিক পরিচয়ে দ্বিগুণ চাঁদা আদায় করছে বলে অভিযোগ রযেছে। এছাড়া প্রভাব খাটিয়ে বাবুবাজার ব্রিজের নিচে জায়গা জোরপূর্বক দখল করে ১৪টি টং দোকান বসিয়ে দোকান প্রতি দৈনিক ৩শ টাকা করে চাঁদা তুলছে। অপরদিকে বড় ট্রাক ও কন্টেইনার পার্কিং করিয়ে প্রতিবারে ৬শ টাকা থেকে ২ হাজার পর্যন্ত আদায় করছে। এসব চাঁদা গৌতম, জসিম, সজল ও সোহেলকে দিয়ে তুলছে।

[৬] এ বিষয়ে বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এর আগে গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, তখন তিনি দায়িত্বে ছিলেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়