শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব অর্থনীতি প্রাক মহামারী প্রবৃদ্ধির পর্যায়ে ফিরে আসবে না : বিশ্বব্যাংক

রাশিদ রিয়াজ : কোভিড মহামারী থেকে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের হার এত কম যে প্রাক মহামারী প্রবৃদ্ধি আর নাও ফিরে পাওয়া যেতে পারে। প্রত্যাশার চেয়ে খুবই কম গতিতে পুনরুদ্ধার হচ্ছে বিশ্ব অর্থনীতি। বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ প্যাট্রিক কিরবি বলেন আশঙ্কা করা হচ্ছে প্রবৃদ্ধির হার আর কখনোই আগের পর্যায়ে ফিরে আসবে না। তিনি বলেন আমরা বিশ্বাস করি কয়েক বছরের মধ্যে আমরা প্রবৃদ্ধির হার হয়ত গত বছরের পর্যায়ে ফিরে পাব কিন্তু অধিকাংশ দেশই আগের প্রবৃদ্ধি আর ফিরে পাবে না। মস্কো এক্সচেঞ্জ ফোরামের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এমন আভাস দেন। তিনি জানান বিভিন্ন দেশের অর্থনীতি পর্যবেক্ষণ করছে বিশ্বব্যাংক এবং তা শুধু ২০০৮ সালের বিশ্ব মহামন্দার সঙ্গেই তুলনা করা যায় কেবল। তৃতীয় প্রান্তিকে অর্থনীতিতে কিছুটা ইতিবাচক ধারা ফিরে এলেও দিল্লি দুরস্ত। আরটি

এর আগে আইএমএফ জানায় মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার দেশগুলো অর্থনৈতিক পুনরুদ্ধার শেষ করতে সময় নিবে কমপক্ষে এক দশক। মুশকিল হচ্ছে ইউরোপ ও আমেরিকায় নতুন করে কোভিড প্রাদুর্ভাবে লকডাউন আরোপ করতে হচ্ছে। বাণিজ্য সহায়ক সমন্বিত অর্থনীতিতে গতি সৃষ্টি করা সম্ভব হচ্ছে না এবং এরফলে তৃণমূল পর্যায়ের অর্থনীতিতে প্রতিযোগিতা ফিরে আসছে না। এ প্রতিযোগিতা ফিরিয়ে আনা সম্ভব হলে কম খরচের ভোক্তারা শক্তিশালী হয়ে উঠত এবং এর ইতিবাচক প্রভাব পড়ত সার্বিক অর্থনীতিতে।

প্যাট্রিক আরো বলেন, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ওপর সুদের হার হ্রাসে আরো চাপ সৃষ্টি করা উচিত। অর্থনীতিবিদরা এর আগে জানান করোনাভাইরাসে আগামী ৫ বছরে বিশ্ব অর্থনীতির ক্ষতি হবে ২৮ ট্রিলিয়ন ডলার। কারণ ব্যাপক বিনিয়োগ হ্রাস, বেকারত্ব বৃদ্ধি, বাণিজ্য সংকুচিত হয়ে পড়ায় পরিস্থিতির খুব একটা হেরফের হচ্ছে না। শুধু সুদের হার হ্রাস নয়, অর্থনীতি পুনরুদ্ধারে কোন দেশে স্থানীয় পর্যায় ও আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে সহায়তা প্যাকেজ কার্যকর করতে পারছে সে দক্ষতার ওপর নির্ভর করছে দেশটির হারিয়ে যাওয়া প্রবৃদ্ধি পুনরুদ্ধারের বিষয়টি। কারণ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্যে প্রয়োজনীয় মূলধন সরবরাহ এক জরুরি বিষয় কারণ তাদের আয় কমেছে ব্যাপক হারে এবং তাদের পক্ষে পুনরায় বিনিয়োগ কিংবা ব্যবসা ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে। বিশ্বব্যাপী এধরনের অর্থনৈতিক সহায়তা কমপক্ষে ১২ ট্রিলিয়ন ডলার হওয়া উচিত বলেও আইএমএফ এর আগে পরামর্শ দিয়েছিল। এসব পরামর্শ মেনে অনেকটা আগ্রাসী পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে বিভিন্ন দেশকে তার অর্থনীতিতে গতি ফিরিয়ে আনার জন্যে। তা না হলে আগামী বছর নাগাদ আরো ১৫ কোটি মানুষ হতদারিদ্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে পড়বে। কারণ অধিকাংশ দেশের অর্থনীতিতে এখন পণ্য সরবরাহ ঘাটতি এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা আরো গভীর মন্দার ইঙ্গিত দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়