শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসেম্বরে ছাড় হতে পারে স্বাস্থ্যসেবা কর্মীদের প্রণোদনার অর্থ

লাইজুল ইসলাম: [২] কুর্মিটোলা জেনারেল হাসপাতালেরর আইসিইউতে কর্মরত একজন চিকিৎসক বলেন, আমাদের সঙ্গের অনেকেই কোভিড রোগিদের চিকিৎসা দিতে গিয়ে সংক্রমিত হয়েছেন। তারপরও কাজ চালিয়ে যাচ্ছি আমরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্স বলেন, এই অর্থ আমাদের হাতে পৌঁছালে অনেকের কাজে আগ্রহ বৃদ্ধি পেতো। কিন্তু প্রণোদনার অর্থ আমরা কবে পাবো তা বলা সত্যিই কঠিন।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, স্বাস্থ্যসেবাকর্মীদের প্রণোদনার অর্থ ছাড়ের বিষয়ে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে অর্থ ছাড় হতে পারে।

[৪] বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিএমএ’র মহাসচিব ডা. এহেতেশাম চৌধুরী বলেন, সংগঠনের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে। তারা সব কিছু গুছিয়ে এনেছে বলে জানতে পেরেছি। তবে কবে নাগাদ ছাড় হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা শুনেছি এবছরের শেষ হতে পারে।

[৫] অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আগামী মাসের মধ্যেই স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার অর্থ ছাড় দেয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যাদের তালিকা দেয়া হয়েছে তাদের জন্যই প্রণোদনার টাকা আসবে। তালিকা ধরে মন্ত্রণালয় কাজ করছে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়