শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জানালা দিয়ে কোটি টাকা ফেলে দিচ্ছিলো রোহিঙ্গা দম্পতি

রাজু চৌধুরী : [২] র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল সোমবার এ তথ্য জানান । শওকত ইসলাম (৩২) ও মোরজিনা বেগমকে(২৮) গ্রেপ্তারের কথাও জানান তিনি।

[৪]  র‌্যাবের এ কর্মকর্তা বলেন, রোববার রাতে মাদক বেচাকেনার অভিযোগ পেয়ে চান্দগাঁও আবাসিক এলাকার বি- ব্লকের ওই বাসায় অভিযান চালানো হয়। বাসার দরজা খুলতে বলার সঙ্গে সঙ্গে তারা জানালা দিয়ে নিচে টাকা ফেলে দেয়ার চেষ্টা করে। নিচে দাঁড়ানো র‌্যাব সদস্যরা বিষয়টি দেখে ফেলেন। পরে ঘরে ঢুকে আরও কিছু টাকা উদ্ধার করা হয়।

[৫] তিনি বলেন, সব মিলিয়ে ওই বাসা থেকে এক কোটি ১৭ লাখ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। টাকা নিচে ফেলে দেয়ার পাশাপাশি তারা ইয়াবাগুলো নিজেদের শরীরে লুকিয়ে ফেলেন। পরে তল্লাশি করে ৫ হাজার ৩০০ ইয়াবা পাওয়া যায়।

[৬] র‌্যাব কর্মকর্তা আরও জানান, এ রোহিঙ্গা দম্পতি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে ইয়াবা বিক্রি করে আসছিল। মিয়ানমারে তাদের একটি চক্র আছে, সেখান থেকে শওকত বাংলাদেশে ইয়াবা এনে বিক্রি করে। যে টাকা সেখানে পাওয়া গেছে, তা ইয়াবা বিক্রি থেকে পাওয়া।

[৭] এ রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদক এবং অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়