শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২০, ০৪:৪১ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২০, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মপরিকল্পনা সাজাচ্ছেন বাইডেন, কোভিড মোকাবেলা ও ৭ মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার অগ্রাধিকার পাচ্ছে

মহসীন কবির : [২] প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের পরিকল্পনায় রয়েছে অর্থনীতি পুনর্গঠন, বর্ণবাদ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন ইস্যু। অনলাইন বিবিসি এ খবর দিয়ে বলছে, এরই মধ্যে ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা নিয়েও কাজ করছেন তিনি। তার টিম বলেছে, করোনা ভাইরাস মহামারিকে তিনি সবার আগে মোকাবিলা করার পরিকল্পনা নিয়েছেন।

[৩] করোনা মোকাবেলায়  মাস্ক পরা এবং টেস্ট করাকে গুরুত্ব দিচ্ছেন। তবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখনও পরাজয় মেনে নেন নি, তিনি আইনি চ্যালেঞ্জের পথে হাঁটছেন, তবু বসে নেই জো বাইডেন। এখনও কিছু রাজ্যে ভোট গণনা বাকি থাকলেও জো বাইডেন তার কাঙ্খিত ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট জিতে নিয়েছেন। তাই ২০ জানুয়ারিতে তিনি ক্ষমতা পাওয়ার পর কিভাবে সরকার পরিচালনা করবেন তা নিয়ে কাজ করছেন।

[৪] মার্কিন মিডিয়ার জানায়, ক্ষমতা গ্রহণের পর প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। কিন্তু ক্ষমতা পাওয়ার পর ওই চুক্তিতে নতুন করে যুক্ত হওয়ার কথা বলেছেন জো বাইডেন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পক্ষে কাজ করছে এমন অভিযোগে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। কিন্তু আবার বিশ্বস্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

[৫] অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় আসার পর সাতটি মুসলিম প্রধান দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এ ছাড়া যেসব শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে অবৈধভাবে তাদেরকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের নীতির অধীনে অভিবাসী মর্যাদা দেয়ার কথা বলেছেন বাইডেন। বিবিসি ও মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়