শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২০, ০৩:১৯ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২০, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক আইন অনুসরণ ও প্রতিশ্রুতি বাস্তবায়ন ছাড়া বিকল্প নেই যুক্তরাষ্ট্রের : ইরান

রাশিদুল ইসলাম : [২] নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ইরানের কাছে বেশ কিছু বিষয়ে জবাবদিহী করতে হবে। তেহরান এ মন্তব্য করে বলেছে আন্তর্জাতিক বিধি সম্মত পথে ফিরে আসা ছাড়া মার্কিন সরকারের সামনে অন্য কোনো পথ খোলা নেই। আল-আলম

[৩] মার্কিন সরকার ইরানকে দেয়া যেসব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে সেসবের একটি তালিকা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি বলেছেন, এসব বিষয়ে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে তেহরানের কাছে জবাবদিহী করতে হবে।

[৪] সাঈদ খাতিবজাদে ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, আইন ও রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে ফিরে আসা ছাড়া মার্কিন সরকারের সামনে অন্য কোনো পথ খোলা নেই।

[৫] যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের কাছ থেকে এ ব্যাপারে ইরান কার্যকর পদক্ষেপ আশা করছে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন সরকারকে ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে এই মুখপাত্র বলেন, ইরানের সামনে শর্ত আরোপের মতো অবস্থানে আমেরিকা নেই। তারা এ পর্যন্ত ইরানের শত শত কোটি ডলারের ক্ষতি করেছে।

[৬] জো বাইডেন সম্প্রতি নির্বাচনি প্রতিশ্রুতি দিতে গিয়ে বলেছিলেন, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করলে ওয়াশিংটন পরমাণু সমঝোতায় ফিরে আসবে। দৃশ্যত খাতিবজাদে বাইডেনের এই শর্ত আরোপের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।

[৭] সাঈদ খাতিবজাদে বলেন, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন শিবিরের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো হলেও তেহরান এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ দেখতে চায়। আমেরিকাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে এবং ইরানের বিরুদ্ধে শুরু করা অর্থনৈতিক যুদ্ধ বন্ধ করতে হবে।

[৮] ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার টেবিল উন্মুক্ত রয়েছে এবং সেখানে সবার জন্য বসার জায়গা রয়েছে; যদিও পথটি মসৃণ নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল আমেরিকা। সে সময় জো বাইডেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে ২০১৮ সালে ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন যার ফলে অর্থনৈতিকভাবে ইরানের মারাত্মক ক্ষতি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়