শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারতের কাছ ঘেঁষে তিব্বতে রেললাইন বসাচ্ছে চীন

সালেহ্ বিপ্লব: [২] প্রেসিডেন্ট শি জিংপিং তাড়া দিয়েছেন এই প্রকল্পের কর্মকর্তাদের, দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। ৪ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলারের এ প্রকল্পের আওতায় চীনের সিচুয়ান প্রদেশ থেকে তিব্বতের লিনঝি পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে। ইয়ন নিউজ, টাইমস অব ইন্ডিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড

[৩] এই লিনঝি অঞ্চলটি ভারতের অরুণাচল প্রদেশের খুব কাছাকাছি। শি জিংপিং বলেছেন, এই রেল নেটওয়ার্ক সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

[৪] রেলরুট শুরু সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু থেকে। রেল চালুর ফলে চেংডু থেকে তিব্বতের লাসা পর্যন্ত যাওয়া যাবে মাত্র ১৩ ঘণ্টায়, যা আগে ছিলো ৪৮ ঘণ্টা। লাইনটি কিংঘাই-তিব্বত মালভূমির দক্ষিণ পূর্ব অংশ দিয়ে যাবে, যে মালভূমিটি প্রচণ্ডভাবে ভূমিকম্পপ্রবণ।

[৫] চীন ও ভারতের সংঘাত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (লাইন অব অ্যাকচুয়েল কন্ট্রোল-এলএসি) নিয়ে। চীনের দাবি, ভারতের অরুণাচল প্রদেশ দক্ষিণ তিব্বতের অংশ। যথারীতি ভারত জোরালো ভাবে এ দাবি অস্বীকার করে আসছে। কিন্তু চীন তার বক্তব্যে অবিচল।

[৬] গেলো ১৩ অক্টোবর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অরুণাচল প্রদেশ ও লাদাখকে ভারতের অংশ বলে স্বীকৃতি দেবে না চীন। চীনের ভাষায়, বেআইনীভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে ভারত।

[৭] সাত মাস ধরে পশ্চিম লাদাখ সীমান্তে উত্তেজনা চলছে। রক্তক্ষয়ী সেই সংঘর্ষের পুরো চিত্রটা এখনও স্পষ্ট না হলেও ভারত ও চীনের মধ্যে সম্পর্কের তুমুল অবনতি হয়েছে।

[৮] এই অবস্থায় ‘বিতর্কিত’ অরুণাচল প্রদেশের একদম নাকের ডগায় রেললাইন বসানোর বিষয়টি ভারত যে ভালোভাবে গ্রহণ করবে না, বলার অপেক্ষা রাখে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়