শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকেলে সন্তানের জন্ম, সন্ধ্যার পরই পালালো বাবা-মা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্যজাত কন্যাকে হাসপাতালে রেখে বাবা-মা উধাও হয়ে গেছেন। শনিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির দেখাশোনা করছে।

জানা গেছে, শনিবার সাঈদা বেগম নামে এক প্রসূতি হাসপাতালে ভর্তি হন। ওই সময় তার স্বামী ফারুক মিয়া সঙ্গেই ছিলেন। তিনি স্ত্রীকে ভর্তির সময় ঠিকানা দেন ওই উপজেলার কলকলিয়া ইউপির বালিকান্দি গ্রাম। ওইদিন বিকেলে একটি কন্যা শিশুর জন্ম দেন সাঈদা। শিশুটিকে হাসপাতালে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল। সন্ধ্যার পরই সদ্যজাত মেয়েকে হাসপাতালে রেখে পালিয়ে যান ফারিক ও সাঈদা। হাসপাতালে দেয়া ঠিকানায় খোঁজ নিয়েও তাদের সন্ধানি পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মধুসূদন ধর জানান, কোনো এক সুযোগে শিশুটির বাবা-মা হাসপাতালে তাকে রেখে পালিয়ে যান। বিষয়টি চিকিৎসক ও নার্সদের নজরে এলে তাদের খোঁজ শুরু হয়। অনেক খোঁজাখুঁজি করেও ফারুক-সাঈদা দম্পতির সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়ে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সেই শিশুটির দেখাশোনা চলছে। সে সুস্থ রয়েছে।

কলকলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হাশিম জানান, বালিকান্দি গ্রামে খোঁজ নিয়ে ফারুক মিয়া ও সাঈদা বেগম নামে কারো সন্ধান পাওয়া যায়নি। সম্ভবত হাসপাতালে তারা ভুল তথ্য দিয়েছে।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে পাওয়া ঠিকানায় শিশুটির বাবা-মায়ের সন্ধান মেলেনি। তাদের শনাক্ত করতে কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়