শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি কাপ্তাইয়ের ৪ নৌ রোভারের পায়ে হেঁটে বঙ্গবন্ধু সাফারী পার্ক যাএা

রাঙামাটি প্রতিনিধি: [২] কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের ৪ সদস্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথে কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারী পার্ক যাএা শুরু করেছে। স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই হতে বঙ্গবন্ধু সাফারী পার্ক পর্যন্ত পায়ে হেঁটে ৮ নভেম্বর (রবিবার) সকালে পরিভ্রমণ শুরু করেন। ওই সময় কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে পরিভ্রমণ দলের কার্যক্রম উদ্বোধন করেন জেলা নৌ স্কাউট সচিব অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী।

[৩] এসময় উপস্থিত ছিলেন জেলা নৌ স্কাউট লিডার উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম এলটি। পরিভ্রমণকারী রোভারগণ হলেন- দলনেতা এনামুল হক টিপু, সদস্য যথাক্রমে মো.শাহীন আলম,মো.শাহজাহান ও জনি চন্দ্র দাশ। স্কাউটের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড‘ অর্জনের লক্ষে উক্ত ৪ রোভার ১২ নভেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করবেন। কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ থেকে যাএা শুরু হয়ে নোয়পাড়া বিশ^বিদ্যালয় কলেজ,পটিয়া সরকারি কলেজ,লোহাগাড়া উপজেলা পরিষদ,চকরিয়া উপজেলা পরিষদ ও বঙ্গবন্ধু সাফারী পার্কে এসে পরিভ্রমণ শেষ করবেন।

[৪] পরিভ্রমণ সময়ে রোভারগণ ‘জীবন বাঁচাতে,দেশ বাঁচাতে, স্বাস্থ্য বিধি মানতে হবে‘ এ শ্লোগানে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন জলবায়ু পরিবর্তনে সচেতনতা, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়,করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরি, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দান ও মাস্ক বিতরণসহ নানা সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এছাড়াও পরিভ্রমণ পথে তারা গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান,শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করে গণ্যমান্য ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়