শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুরে আগামী মাসে সীমিত পরিসরে বার ও ক্লাব খুলছে

রাশিদ রিয়াজ : কোভিড লকডাউনের কারণেই এসব বার ও ক্লাব বন্ধ করে দেয়া হয়। ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে কিছু বার, পাব ও ক্লাব খুলে কোভিড সংক্রমণ পরিস্থিতি কি দাঁড়ায় তা পর্যবেক্ষণ করা হবে। এখন অবশ্য সিঙ্গাপুরে নতুন করে কোভিড আক্রান্ত হচ্ছে না কেউ। কিছু নাইটক্লাবও খুলে দেয়া হবে। কোভিড পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে উত্তরণ ঘটাতে এসব প্রতিষ্ঠান খুলে দেয়ার পর বিভিন্ন পর্যবেক্ষণ কাজে লাগবে। সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানিয়েছে সুরক্ষা ব্যবস্থা গ্রহণের কার্যকারিতা ও রাতের শিল্পসম্মত জীবন যাত্রার দক্ষতা নির্ধারণের জন্যেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্তত দুইমাস পর্যবেক্ষণ করে সার্বিক পরিস্থিতি বিবেচনা করা হবে। এরপর এধরণের শিথিলতা আরো তিনমাস বৃদ্ধি করা হবে। তারপর শিল্পকারখানা পুরোদমে খোলার বিষয়টি বিবেচনা করা হবে। গত সাতমাস ধরে সিঙ্গাপুরে লকডাউনের আওতায় এসব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত কয়েক মাসে আড়াই’শ মানুষের সমাবেশ ঘটে এমন অনুষ্ঠান করতে দেয়া হচ্ছে। ব্লুমবার্গ

তবে ক্লাব, বার কিংবা পাবে আগত মানুষকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। শুধুমাত্র খাবার বা পান করার সময় মাস্ক খোলা যাবে। এ্যালকোহল বিক্রি করা যাবে না। রাত সাড়ে ১০টার পর এ্যালকোহল পরিবেশন করা যাবে। যারা এসব স্থানে আসবেন তাদের অবশ্যই কোভিড টেস্টে নেগেটিভ ফলাফল থাকতে হবে। ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরায় সার্বক্ষণিক চালু থাকবে। এসব প্রতিষ্ঠানের প্রতিটি রুম ও এলাকায় সার্বক্ষণিক সবার গতিবিধি নজরে রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়