শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ট্রাম্প, বিদায়ী ভাষণও তৈরি করেননি

রাশিদুল ইসলাম : [২] ডেইলি মেইলের এ প্রতিবেদনে শিরোনামের অংশ হচ্ছে, ‘লাইক এ ক্রেজি ফক্স ইন হিজ বাঙ্কার’। হোয়াইট হাউস কর্মীরা এধরনের বিষাক্ত পরিবেশ পরিবর্তনে গোলাপের হালকা সুগন্ধযুক্ত মোমবাতির ব্যবস্থা করছেন। বাইডেনের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হচ্ছে। কিন্তু আগামী ২০ জানুয়ারি ওই অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন না বলে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে।

[৩] জামাতা জ্যারেড কুশনার শ্বশুর ট্রাম্পকে বুঝানোর চেষ্টা করছেন নির্বাচনে তিনি হেরে গেছেন। এখন পর্যন্ত রীতি অনুযায়ী বিদায়ী ভাষণ তৈরি করেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

[৪] ঘনিষ্ঠজনরা বলছেন নির্বাচনে পরাজয় স্বীকার করে নেয়ার কোনো ইচ্ছা নেই ট্রাম্পের। কারণ জো বাইডেনের প্রেসিডেন্সি তিনি স্বীকৃতি দেন না। এমনকি মামলায় হেরে গেলেও না।

[৫] কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক ট্রাম্পের নির্বাচনী পরাজয়কে এডলফ হিটলারের যুদ্ধে হেরে বাঙ্কারে অবস্থানের সঙ্গে তুলনা করছেন।

[৬] হোয়াইট হাউসে ট্রাম্পের আশে পাশে তার ঘনিষ্ট স্বজন ছাড়াও রয়েছে আইনজীবী এবং ট্রাম্প ফোনে অনবরত প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যাচ্ছেন বাইডেনকে মোকাবেলায় আইনী লড়াইয়ে কি করতে হবে।

[৭] ট্রাম্পের ছেলেমেয়ে ও ঘনিষ্ঠজনরা তাকে নির্বাচনে পরাজয় একটি দুর্ভাগ্য হিসেবে মেনে নিয়ে পরবর্তী সময়কেই বিবেচনার জন্যে তাগিদ দেয়ার চেষ্টা করছেন।

[৮] ট্রাম্প মনে করেন ২০১৬ সালে নির্বাচনে জয়লাভ করার পর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তার রুশ প্রভাব বলয় সৃষ্টির অপচেষ্টাই হোক, তার বিরুদ্ধে অভিসংশন জারির চক্রান্ত হোক কিংবা সর্বশেষ ‘ফেক’ নির্বাচন একই কথা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়