শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ ৫ শ্রমিক দগ্ধ

মনজুর আহমেদ: [২] নারায়ণগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন,মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সোহাগ (২৮),ফায়ার ম্যান দেওয়ান আলী (৪৫), রাহাতুল আরেফিন (২৮), আবুল কালাম আজাদ (২৮) ও শ্রমিক মাসুদ রানা (২৫)। এরমধ্যে দুইজনকে ঢাকা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকী ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জে।

[৩] শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, সিমেন্ট কারখানা থেকে ৫ জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে রানার ৫ শতাংশ, আজাদের ৭ শতাংশ, রাহাতুলের ২ শতাংশ, সোহাগের ১৩ শতাংশ ও দেওয়ান আলীর ২ শতাংশ দগ্ধ হয়েছে। বন্দর ফায়ার সার্ভিসের সাব-অফিসার জিন্নাত আলী জানান, দুপুরে আমরা সংবাদ পাই বসুন্ধরা সিমেন্ট কারখানায় আগুন লেগেছে।

[৪] তবে কিছু সময় পরই আমাদের জানানো হয় আগুন নিভে গেছে। পরবর্তীতে আমরা আর ঘটনাস্থলে যাইনি। কিছু সময় পর জানতে পারি ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, তখন আমরা লোক পাঠিয়েছি। বন্দর থানার ওসি ফখরুদ্দিন ভূইয়া বলেন, বসুন্ধরা সিমেন্ট কারখানায় কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫ জন শ্রমিক আহত হয়েছেন। তৎক্ষনাৎ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়