শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের শীর্ষ ৩ পদের দুজনেই এখন নারী

আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। তার রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বভার নেবেন কমলা হ্যারিস। আর মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টিটিভে সংখ্যাগরিষ্ঠতা পাবার পথেই রয়েছেন ডেমোক্রেটরা। ফলে আবারও চেম্বারের স্পিকার হিসেবে দায়িত্ব পাবেন ন্যান্সি পেলোসি। যুক্তরাষ্ট্র কখনই শীর্ষ পদে কখনই এতোজন নারী পায়নি।

[৩] সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের স্পিকার হিসেবে ৩বার দায়িত্ব পালন করেছেন পেলোসি। তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষপদে নির্বাচিত হওয়া প্রথম নারী। প্রথমবার দায়িত্ব নেন ২০০৭ সালে এরপর আবারও ১১ সালে দায়িত্ব নিয়ে ১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এর পর সর্বোচ্চ ক্ষমতা হাউজ স্পিকারের।

[৪] এরপর আবারও ২০১৯ সালের ৩ জানুয়ারি দায়িত্ব নেন পেলোসি। তিনি এতোদিন উত্তর আমেরিকার সবচেয়ে ক্ষমতাশালী নারী বলে বিবেচিত হতেন। তাকে বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সফলতম নারী রাজনীতিবীদ।

[৫] সরাসরি ভোটে অংশ না নিলেও কমলা হ্যারিস এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ক্ষমতাশালী নারী। এর বাইরে কন্ডোলিজা রাইস আর হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু তারা নির্বাচিত ছিলেন না। বর্তমানে ২৬ জন নারী মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়