শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড পজেটিভ মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব নেগেটিভ

রাহুল রাজ : [২] একদিন বাদে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর। তার আগেই বড় দুঃসংবাদ দিলেন তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও মাহমুদউল্লাহর ঘনিষ্ঠ সূত্রে খবরটি জানা গেছে।- এনটিভি

[৩] জানা যায়, গত ৬ নভেম্বর করোনা টেস্টের জন্য নমুনা দেন মাহমুদউল্লাহ। প্রথম পরীক্ষায় পজিটিভ আসার পর আরেকবার নমুনা দেন। দ্বিতীয় পরীক্ষাতেও ফল পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে সুস্থ আছেন মাহমুদউল্লাহ।

[৪] এদিকে, অনেক সমালোচনার পর গতকাল শনিবার করোনা পরীক্ষা করিয়েছেন সাকিব আল হাসান। তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। খবরটি এনটিভি অনলাইনকে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

[৫] আজ রোববার ৮ নভেম্বর সকালে এনটিভি অনলাইনকে দেবাশীষ বলেন, ‘সাকিবের করোনা পরীক্ষার ফল আমরা হাতে পেয়েছি, ফল নেগেটিভ এসেছে।’

[৬] পিএসএলে মুলতান সুলতানসে ডাক পেয়েছেন মাহমুদউল্লাহ। টুর্নামেন্টে অংশ নিতে তামিম ইকবালের সঙ্গে দেশ ছাড়ার কথা ছিল তাঁর। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় আপাতত কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে টি-টোয়েন্টি অধিনায়ককে। শঙ্কা আছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলা নিয়েও।

[৭] এদিকে, আগামীকাল সোমবার থেকে সাকিবসহ ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে, যা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। ফিটনেস পরীক্ষা শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য অনুশীলনে নেমে পড়বেন সাকিব।

[৮] নিষেধাজ্ঞা শেষে গত বৃহস্পতিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। রাতে দেশে ফিরে পরদিন সকালেই গুলশানে একটি সুপারশপের উদ্বোধন করেন।

[৯] ব্যাপক জনসমাগমে সাকিবের উপস্থিতি সমালোচনার জন্ম দেয়। এরপর গতকাল ৭ নভেম্বর করোনা পরীক্ষা করান সাকিব। সবকিছু ঠিক থাকলে বঙ্গবন্ধু টি- টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন হবে বিশ্বসেরা অলরাউন্ডারের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়