শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের জয়ে হলিউডের একঝাঁক তারকা পার্টির ঘোষণা দিয়ে জানালেন তারা আর দেশত্যাগ করবেন না

দেবদুলাল মুন্না:[২] ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত এই প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন হলিউড তারকারা। সোশ্যাল মিডিয়ায় তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে তারা ট্রাম্প বিজয়ী হলে দেশত্যাগ করতে বাধ্য হবেন বলে জানিয়েছিলেন। স্টারডাস্ট, রয়টার্স ও টেকডটনেট

[৩] আরিয়ানা গ্র্যান্ডের একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে তাকে গাড়ির জানালা দিয়ে হাত নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। টুইটারে জেনিফার লরেন্স নিজের একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তাকে আনন্দে দৌড়ে বেড়াতে দেখা গেছে। সাথে বাজছে উচ্চ শব্দে গান। ক্যাপশনে লিখেছেন, পার্টি দেয়া ছাড়া উপায় নেই।

[৪] মাইলি সাইরাস লেখেন , পার্টি হবে পার্টি। শাকিরা লিখেছেন, বাইডেনের জয়ে এই নতুন করে পথ চলা উদযাপন করছি সন্তানদের সঙ্গে। আর ঘরোয়া পার্টির আয়োজন করছি। হাত উঁচু করে রাখা ইমোজি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আনন্দ প্রকাশ করেছেন জেনিফার অ্যানিস্টন।

[৫] প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো চার বছরের মেয়াদকালে ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে নিজেকে পরিচিত করেছেন ব্রুস স্প্রিংস্টিন। এ সমালোচনার কাজে তিনি নিজের ই স্ট্রিট রেডিও প্রোগ্রামকে কাজে লাগিয়েছেন। তিনিসহ টমি লি ,রিকি মার্টিন, জন লিজেন্ড , ক্রিসি টিজেন সবাই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্পের ফ্যাসিবাদী আচরণে তার অতীষ্ঠ। ট্রাম্প ফের বিজয়ী হলে দেশত্যাগ করবেন। কিন্তু গতকালই তারা সবাই চুইট করে জানান, না, আর দেশত্যাগ নয়। আমেরিকা এখন বাইডেনের। বাইডেন মানে আমাদের। আমরা এ বিজয়কে চিয়ার্স করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়