শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে এস আই পরিচয় দিয়ে ডাকাতি, গ্রেপ্তার ৩

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

[৩] তাদের কাছ থেকে থেকে সোনার চেইন, ১৩ হাজার টাকা, মোটরসাইকেল ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাই স্বর্ণ কেনার অপরাধে শাওন বণিক নামের এক স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন মো. শোয়েব চৌধুরী বাবু (২১), এসএম মিশকাত উদ্দিন ছিদ্দিকী (২০) ও মো. রাশেদ (২৭)।

[৫] বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, শুক্রবার (৬ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নগরীর বিভিন্নস্থানে পুলিশের এসআই পরিচয় দিয়ে ডাকাতি করে। গ্রেপ্তার তিন ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

[৬] জানা গেছে, গত ২ নভেম্বর ডাচবাংলা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মিয়াখান নগর এলাকায় আব্দুস ছাত্তার রনি নামের এক গরু খামারীর কাছ থেকে ৪ হাজার ও ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এসময় তারা গরু খামারী রনির একটি স্বর্ণের চেইনও (১০ আনা) ছিনিয়ে নেয়। এই ঘটনায় তদন্তে নেমে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজন ডাকাতসহ মোট চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাকলিয়া থানা পুলিশ।

[৭] আরও জানা যায়, পুলিশ প্রথমে ডাকাত মিশকাত উদ্দিনকে গ্রেপ্তার করলে তিনি ঘটনার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। তার কাছ থেকে বাদীর ছিনিয়ে নেওয়া মোবাইল সেটটি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অপর আরেকজন আসামি শোয়েবকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়। এরপর দুইজনের দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত আরেক আসামি রাশেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় রাশেদের কাছে পাওয়া যায় আসামিদের ব্যবহৃত মোটর সাইকেল ও নগদ ১৩ হাজার টাকা। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি নেজাম উদ্দিন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়