শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীর হাবিবুর রহমান: ছাত্রজীবনের পুরোটাই বঙ্গবন্ধুর আদর্শের পথে হেঁটেছি, তিনিই আমার একমাত্র নেতা ও আদর্শ

পীর হাবিবুর রহমান: বিশ্বাসঘাতক, প্রতারক, অকৃতজ্ঞ, লোভী ও মিথ্যুকেরা জানে না জীবন তাদের কতোটা অভিশপ্ত, কতোটা কুৎসিত। মধ্যবিত্তের উপর মূল্যবোধের আঘাতও দেখেছি। গ্রামের সাধারণ পরিবার থেকে সমাজের বিভিন্ন স্তর থেকে আসাদের লোভের ফণা দেখেছি। লোভ-লালসা পাপে সমাজকেই আক্রান্ত হতে দেখিনি। দিনে দিনে নষ্ট রাজনীতির সুবাদে অযোগ্যদের আস্ফালনই দেখিনি, নীতিহীনতার কুৎসিত অন্ধকার পথে উচ্চাভিলাস পূরণে দম্ভে হাঁটতে দেখেছি।

একেক জনের জীবন অর্থে, সম্পদ, ক্ষমতায় বদলাতে কতো নীচে নামতে যাচ্ছে দেখেছি। সফলও অনেকে হয়েছে। সমাজ দূষিত হয়েছে। প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। বিশ^াস ঘাতকতা প্রতারনা মিথ্যাচার বিকৃতি চরিত্র নিয়ে সমাজে রুচিহীন সংস্কৃতিতে দাপটে চলতে দেখি। নিজ স্বার্থে অন্ধের মতন কী ভয়ংকর প্রতারক চেহারা নিতে দেখি। বিশ^াসঘাতকতা শিল্প হয়ে ওঠে তাদের কাছে। মিথ্যাচার আর্ট। বাইর থেকে বুঝাই যায় না অকৃতজ্ঞ মোনাফেকরা কতোটা অভিনয় করে স্বার্থ হাসিলে। লজ্জা-শরম অপমান মর্যাদা ব্যক্তিত্ব রুচি নেই। কেবল লোভের নেশা। লাভের হিসেব। মাথার অংকে চলা। আর কতো কলাকৌশল!

এমনকি আজকাল রাজনীতির খরাকালে গুণবিচারী বলে কিছু নেই।যে সে এমপি, মন্ত্রী হতে চায়, যোগ্যতার ধার ধারে না। এমন প্রতারিত বিশ^াসঘাতকদের দাম্ভিকতার মুখে আজ কেবল সমালোচনায় হবে না। প্রতিবাদি মানুষকেও যে যা তাই বলতে হবে।চরিত্র উন্মোচন করতে হবে। চরিত্রহীন বিশ্বাসঘাতক প্রতারকরা যা করে সবার সাথেই করে।এটা তাদের ধর্ম।ওদের মুখোশ উন্মোচন হলেই নির্মল আদর্শিক মানুষের স্নিগ্ধ চেহারা চেনা যাবে। মুখোশ ভয়ংকর মানুষ প্রতারণায়।

জীবনে ছাত্ররাজনীতির পাঠ কখনো বিফলে যায় না,যদি সেটি সন্ত্রাস চাঁদাবাজি নেশায় আক্রান্ত না করে। সৃজনশীলতায় সাংগঠনিক দক্ষতায় সাহসে ঋদ্ধ করে। আমাদের সময়ে আদর্শিক ছাত্ররাজনীতি ছিলো। একদল বিপথগামী হলেও কিছু এসে যায়নি। ছাত্রজীবনের পুরোটাই বঙ্গবন্ধুর আদর্শের পথে হেঁটেছি। তিনিই আমার একমাত্র নেতা ও আদর্শ। মানুষই আমার দল। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়