শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেচে-গেয়ে, বাঁশি বাজিয়ে রাজপথে উল্লাস করছেন মাকির্নিরা

লিহান লিমা: [২] স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেলগুলো ডেমোক্রেট প্রার্থী জো বাইডেকে প্রেসিডেন্ট ও কমলা হ্যারিসকে ভাইস- প্রেসিডেন্ট বিজয়ী ঘোষণা করে। বাইডেনের বিজয়ের পরপরই যুক্তরাষ্ট্রের শহরে, রাজপথে, অলিতে-গলিতে শতশত মানুষ আনন্দ মিছিলে যোগ দেয়। ডেইলি মেইল

[৩]পেনসেলভেনিয়ার কনভেনশন সেন্টারের সামনে শতশত সমর্থক নাচতে থাকেন। ফিলাডেলফিয়ায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি আঁকা টি-শার্ট পরে অনেকে মিছিল করেন। অনেকে ওয়াটার পার্কে নেমে আনন্দ-উল্লাস করেন।

[৪]ওয়াশিংটনে কেউ কেউ চিৎকার করছিলেন এবং কান্নায় ভেঙ্গে পড়ছিলেন। ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজার সামনে বেলুন, ফেস্টুন, ডেমোক্রেট দলের পতাকা হাতে জড়ো হন শত শত মানুষ। তারা একে অপরের কাঁধে উঠে, চুমু খেয়ে, জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। কেউ কেউ ট্রাম্পের ব্যাঙ্গাত্মক বেলুন ওড়ান।

[৫] নিউইয়র্কের ম্যানহাটনের স্কয়ার পার্কে বাইডেন-হ্যারিস ক্যাপ পরে অনেককে থালা-বাটি হাতে বাদ্য বাজাতে দেখা যায়। হোয়াইট হাউসের বাহিরে শতশত সমর্থক জড়ো হয়ে বাইডেনের বিজয় পতাকা ওড়ান। তারা ‘ট্রাম্প-পেন্স দূও হও’ ব্যানার ও ফেস্টুন তুলে ধরেন। অনেককে বাইডেন-হ্যারিস টি-শার্ট পরতে দেখা যায়।

[৬]উইলমিংটনে বাইডেনের যেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা সেখানে ডেমোক্রেটদের নীল চিহ্ন হাতে জড়ো হতে থাকেন সমর্থকরা।

[৭]জর্জিয়ার আটলান্টার পার্কে ফ্ল্যাশমব করেন কিছু সমর্থক। এর মধ্যে অনেকেই মাস্ক পরিহিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়